পরিস্হিতি২৪ডটকম : অবৈধ ভাবে ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে আসার পর বেনাপোলের দৌলতপুর ও গাতিপাড়া সীমান্ত থেকে ৩২ নারী পুরুষ ও শিশুকে আটক করেছে বিজিবি।
রবিবার ও সোমবার ভোর রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদের বাড়ি বাগেরহাট, ঢাকা, চট্রগ্রাম খুলনা ও যশোর জেলার বিভিন্ন এলাকায়।
২১ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী জানান, পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বিপুল সংখ্যক লোক বাংলাদেশে প্রবেশ করে দৌলতপুর ও গাতিপাড়া সীমান্ত এলাকায় অবস্থান করছে- এমন সংবাদে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ৩২ জন নারী, পুরুষ, শিশু ও হিজড়াকে আটক করা হয়। এদের মধ্যে ১৭ জন পুরুষ, ১১ জন নারী, ২ জন শিশু ও ২ জন হিজড়া রয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।