বাংলাদেশ, , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

অপহৃত আর্জেন্টাইন নারীর ৩২ বছর পর সন্ধান মিলল বলিভিয়ায়

  প্রকাশ : ২০১৮-১২-২৭ ১৩:০০:২৬  

পরিস্হিতি২৪ডটকম : তিন দশক আগে মানব পাচারকারীদের হাতে পড়া এক নারী আর্জেন্টিনায় তার পরিবারের কাছে ফিরতে পেরেছেন। চলতি বছরের শুরুর দিকে দক্ষিণ বলিভিয়ার বারমেজোতে ৪৫ বছর বয়সী ওই নারীর খোঁজ পাওয়া যায়।

ডিসেম্বরের শুরুতে আর্জেন্টিনা ও বলিভিয়ার পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার করে। ৩২ বছর পর মুক্তি পাওয়া ওই নারী ও তার নয় বছর বয়সী ছেলের নাম জানা যায়নি। উদ্ধারের পর তাদের মার দেল প্লাতায় পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে মঙ্গলবার আর্জেন্টিনার পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে।

আরো পড়তে পারেন: পাকিস্তানে ১শ বছর ধরে গির্জা রক্ষণাবেক্ষণ করছেন মুসলিম পরিবার

অপহৃত নারীর সন্ধান পাওয়ার পর বলিভিয়ার দক্ষিণে যে বাড়িতে সন্তানসহ তাকে দীর্ঘদিন ধরে আটকে রাখা হয়েছিল সেখানে অভিযান চালানো হয়, জানিয়েছে তারা। তবে পুলিশ নারীটিকে উদ্ধারের কথা জানালেও কারা তাকে অপহরণ করেছিল সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি।-বিবিসি।



ফেইসবুকে আমরা