বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

রাজনীতির মুক্তমঞ্চের কর্মশালায় শুকলাল দাশ : অনলাইনের যেমন নেতিবাচক দিক রয়েছে ঠিক তেমনি ইতিবাচক দিকও রয়েছে

  প্রকাশ : ২০১৮-১২-১৩ ০৩:৪৭:৪৯  

পরিস্হিতি২৪ডটকম /চট্টগ্রাম প্রতিনিধি : আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে রাজনীতির মুক্তমঞ্চের আয়োজনে ‘একাদশ সংসদ নির্বাচনে অনলাইন এক্টিভিস্টদের ভূমিকা’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালী ব্যাংক লি. এর পরিচালক আবু সুফিয়ান বলেন,দেশবিরোধী অপশক্তিরা আজ মাথাচাড়া দিয়ে উঠেছে। তাদের মুখোশ উন্মোচন করতে অনলাইন এক্টিভিস্টরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বাংলাদেশ আজ উন্নয়নের শিখরে আরোহণ করছে। বাংলাদেশের সমৃদ্ধি আজ বিশ্বব্যাপী সমাদৃত। আর এই প্রচারে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে অনলাইন এক্টিভিস্টরা।

প্রধান আলোচকের বক্তব্য চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ বলেন, অনলাইনের যেমন নেতিবাচক দিক রয়েছে ঠিক তেমনি ইতিবাচক দিকও রয়েছে। দেশের উন্নয়ন, সমৃদ্ধির কথা বিশ্বব্যাপী প্রচার করাটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত।
কর্মশালার পরিচালনা করেন দৈনিক পূর্বদেশের যুগ্ম সম্পাদক আবু তাহের মুহম্মদ। ‘রাজনীতির মুক্তমঞ্চ’র প্রধান সমন্বয়ক কল্যাণ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শুকলাল দাশ, বিশেষ আলোচক ছিলেন দৈনিক আজাদীর অনলাইন নিউজ এডিটর প্রবীর বড়ুয়া, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহ: সম্পাদক কাঞ্চন মহাজন, সাংবাদিক বেলায়েত হোসেন, মোহনা টিভির চট্টগ্রাম ব্যুরোর ডিভিশনাল ডেপুটি চিফ আলী আহমেদ শাহিন, সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাড. জিনাত সোহানা চৌধুরী, সিপ্লাস টিভির চিফ রিপোর্টার খোরশেদুল আলম শামীম, আওয়ামী লীগ নেতা দিদারুল আলম, চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক মোস্তারী মোরশেদ স্মৃতি, জয় নিউজের স্টাফ রিপোর্টার ফারুক মুনির।
আবু তাহের মুহম্মদ বলেন, সংসদ নির্বাচনের মত গুরুত্বপূর্ণ বিষয়ের সংবাদ সংগ্রহের ব্যাপারে নিজেকে তৈরি করে নিতে হবে। বিশেষ করে নির্বাচন কমিশনের নিয়ম-কানুনগুলো অনুসরণ করে সংবাদ সংগ্রহ করা বাঞ্চনীয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সবুজ ইশকুলের অধ্যক্ষ ডা. দুলাল কান্তি চৌধুরী, সাংবাদিক জয়নাল আবেদীন জয়, সাংবাদিক সোলায়মান আকাশ, পম্পী দাশ, রিমন মুহুরী প্রমুখ। শেষে অংশগ্রহণকারী ১০০জন অনলাইন এক্টিভিস্টদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।



ফেইসবুকে আমরা