বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ইমাদ উদ্দীনের “মহাবঙ্গ কলম-সৈনিক সম্মাননা” অর্জন

  প্রকাশ : ২০১৯-০৩-০২ ১৮:৫৮:০৬  

পরিস্হিতি২৪ডটকম : দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার মাওলানা মন্জিল নিবাসী সংগঠক, প্রাবন্ধিক ও কবি মোহাম্মদ ইমাদ উদ্দীন “মহাবঙ্গ কলম-সৈনিক সম্মাননা” অর্জন করেন। উল্লেখ্য গত ০৬ ফেব্রুয়ারী ২০১৯ সনে কলকাতা প্রেস ক্লাবে মহাবঙ্গ সাহিত্য পরিষদ চ্যারিটেবল ট্রাস্ট আন্তর্জাতিক সাহিত্য উৎসব বই প্রকাশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে ভারত-বাংলাদেশের আরো বেশ কিছু সাহিত্যপ্রেমী ও সমাজসেবীদেরকে সম্মাননা প্রদান করা হয়। মোহাম্মদ ইমাদ উদ্দীন কিশোরকাল থেকে দেয়ালিখায় দিয়ে লেখালেখি শুরু করেন।বিভিন্ন ম্যাগাজিন, পাক্ষিক পত্রিকা, মাসিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকা সহ বিভিন্ন আঞ্চলিক ও জাতীয় পত্রিকায় তার প্রবন্ধ-নিবন্ধ, গবেষণা ধর্মী লেখা, ছড়া ও কবিতা প্রকাশিত হয়ে আসছে। এমন কি ওপার বাংলা (কলকাতা)’র বিভিন্ন অনলাইন ব্লগ ও প্রিন্ট মিডিয়াতেও লেখা পাবলিশ হয়েছে।
তাছাড়া মোহাম্মদ ইমাদ উদ্দীন ছোট কাগজ মাসিক টুনটুনি হতে “টুনটুনি শিশুসাহিত্য পুরস্কার ২০১৮” অর্জন করেন।তাকে “কণিকা- একটি রক্তদাতা সংগঠন” হতে ২০১৬ সাল ও ২০১৭ সালে যথাক্রমে সুপার ডোনার সম্মাননা স্মারক প্রদান করা হয়। আর ২০১৭ সালে কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে আজীবন রক্তদাতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তাছাড়া ২০১৫ সালে ওয়ার্কস ফর গ্রীণ বাংলাদেশ (ডব্লিউ জি বি) সংগঠন হতে বেস্ট ভলান্টিয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়। ২০১৩ সালে “জীবনবাতি” সংগঠন থেকে বেস্ট অর্গানাইজার অ্যাওয়ার্ড লাভ করেন। প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা