বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের অনুষ্ঠানে বক্তারা : মহান একুশে ফেব্রুয়ারি বাঙালির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক

  প্রকাশ : ২০১৯-০২-২১ ২১:৪৪:৫৬  

পরিস্হিতি২৪ডটকম : অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পাহাড়তলী ডিটি রোডস্থ অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের আয়োজনে প্রভাতফেরি, র‌্যালি, কবিতা আবৃত্তি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল মো. আমজাদ হোসাইন বলেন, অমর একুশে বাঙালি চেতনার প্রতীক। একুশের শহীদদের ঠাঁই এখন প্রতিটি বাঙালির মর্মমূলে। এই একুশ আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেতার প্রতীক।বক্তারা আরও বলেন, একুশের চেতনা ও মূল্যবোধকে ধারণ করতে হবে। মহান একুশে ফেব্রুয়ারির সেই রক্তস্নান গৌরবের সুর বাংলাদেশের সীমানা ছাড়িয়ে আজ বিশ্বের ১৯৩টি দেশের মানুষের মনে অনুপ্রাণিত হচ্ছে। ভাষাশহীদদের সাহসী ভূমিকা ও গৌরবোজ্জ্বল আত্মত্যাগের ফলে আজকের এই মাতৃভাষা অর্জিত হয়। অমর এই একুশে ফেব্রুয়ারি তাই বাঙালি জাতির জীবনে শোক, শক্তি ও গৌরবের প্রতীক। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রিন্সিপ্যাল মো. আমজাদ হোসাইন। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভাইস প্রিন্সিপ্যাল সায়লা আজনীন, কো-অর্ডিনেটর রওশন মুক্তা, শিকিা নুসরাত জেরিন, নিবেদিতা বড়ুয়া, শিক্ষক মোঃ রুবেল, মোঃ আজিজুল হক, মাহমুদা আক্তার, প্রিতম বড়ুয়া, হালিমা আক্তার, তহিদা আক্তার, মোকাররাম নিরা, সানজিদা জেরিনসহ বিদ্যালয়ের শিক্ষার্থীগণ। সকালে প্রভাতফেরির মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর র‌্যালিটি পাহাড়তলী ডায়মন্ড টাচ কমিউনিটি সেন্টারে শেষ হয়। আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।



ফেইসবুকে আমরা