বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

ইন্দোনেশিয়ায় প্রায় ২০০ বাংলাদেশি উদ্ধার

  প্রকাশ : ২০১৯-০২-০৭ ১৫:৪১:২১  

পরিস্হিতি২৪ডটকম : ইন্দোনেশিয়ায় প্রায় দুইশো বাংলাদেশিকে উদ্ধার করেছে দেশটির পুলিশ। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, মঙ্গলবার সুমাত্রা দ্বীপের মেদান শহরের একটি ‘শপহাউস’-এ গাদাগাদি করে থাকা অবস্থায় ১৯২ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দাদের তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে গিয়ে তাদের সন্ধান পায়। এদের বেশিরভাগের বয়স ২০ এর কোটায়। দোতলা ভবনটিতে তারা খাবারের অভাবে দিন কাটাচ্ছিল।
কর্তৃপক্ষ বলছে, তাদের বিশ্বাস তারা বাংলাদেশ থেকে ইন্দোনেশিয়া এসেছে। কয়েক মাস ধরে তারা মালয়েশিয়ায় যাওয়ার জন্যই এখানে অপেক্ষা করছে। ধারণা করা হচ্ছে, তারা নৌকায় করে পৌঁছেছে।

তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই। এখনো তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে অভিবাসন কর্তৃপক্ষ। এরপরই তাদের ফেরত পাঠানো হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হবে।



ফেইসবুকে আমরা