বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

তথ্য ও যোগাযোগ প্রযুক্তিখাতে বাংলাদেশ বিশ্বে রোলমডেলে পরিণত হবে : আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার

  প্রকাশ : ২০১৯-০১-১৯ ১৯:০৯:২৯  

পরিস্হিতি২৪ডটকম : গত ১৭ জানুয়ারি বৃহস্পতিবার নগরীর সার্কিট হাউজে ডাক টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার এর সাথে আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিগণের সাথে এক সৌজন্যে স্বাক্ষাত অনুষ্ঠিত হয়। এই সময়ে উপস্থিত ছিলেন আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন মুরাদ, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান একেএম আবু ইউসুফ, বাংলাদেশ-ভারত-নেপাল ইতিহাস মঞ্চের সাধারণ সম্পাদক সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোঃ জামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার ফেরদৌস ওয়াহিদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগের সহ রেজিষ্টার মো. হামিদ হাসান নোমানী, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, কলামিষ্ট ও কবি মো. ইমাদ উদ্দিন প্রমূখ। এই সময় আইসিটি মন্ত্রী বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে বাংলাদেশকে বিশ্বে রোলমডেলে পরিণত করতে সরকার ও বেসরকারিখাত একযোগে কাজ করছে। যা দেশের উন্নয়নে সুদুর প্রসারী প্রভাব ফেলেছে। বাংলাদেশের উন্নয়নে যুগান্তকারী এক দর্শন ডিজিটাল বাংলাদেশ প্রতিপাদ্য। বাঙালী জাতির স্বপ্নপুরুষ জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজীবন লালিত স্বপ্ন ছিল সোনার বাংলা। সমৃদ্ধ ও উন্নত সেই সোনার বাংলা গড়ে তুলতে নতুন অভিধা হিসেবে ডিজিটাল বাংলাদেশ প্রতিপাদ্য বাস্তবায়িত হচ্ছে বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বেই। সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসলে একটি সমৃদ্ধশালী ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এসময় তারই প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের চট্টগ্রামের সানোয়ারা আবাসিক শাখা আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিনিধিগণ ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
প্রেসবিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা