বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

৭০ লক্ষ নগরবাসীর মতামত না নিয়ে পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করবেন না : গণঅধিকার ফোরামের মহাসচিব এম.এ.হাশেম রাজু

  প্রকাশ : ২০১৯-১১-০৬ ১৯:২৮:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : ৭০ লক্ষ নগরবাসীর মতামত না নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্রেড লাইসেন্স, চট্টগ্রাম ওয়াসার পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রস্তাবনার প্রতিবাদে লিফলেট বিতরণের পূর্বে গ্রাহক সভায় চট্টগ্রাম গণঅধিকার ফোরামের মহাসচিব এম.এ হাশেম রাজু বলেন, এই বন্দরনগরী চট্টগ্রাম বাজ্যিক রাজধানী হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আজ অবহেলিত। চট্টগ্রাম শহরে ৭০ লক্ষ লোকের বসবাস। এদের মধ্যে অধিকাংশ গ্রাহক নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত। এই সকল গ্রাহকদের মতামতকে উপেক্ষা করে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ ও বিদ্যুৎ বিতরন বিভাগ অব্যাহতভাবে মূল্যবৃদ্ধির যে দায়ভার নগরবাসীর উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে তাতে সাধারণ জনগণ দিশেহারা। একদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধ্বগতি এর উপর দিন দিন সেবা সংস্থা সমূহের ফি বৃদ্ধি তার উপর পানি ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করা হলে তা হবে অযৌক্তিক এবং গ্রাহক তা কখনো মেনে নিবে না। সুতরাং ৭০ লক্ষ নগরবাসীর মতামত নিন এবং উল্লেখিত বিষয়ে গণশুনানী করুন। আজ ৬ নভেম্বর বুধবার সকাল ১১ টায় গণ-অধিকার ফোরাম সদরঘাট থানা ইউনিট এর সভাপতি আলহাজ্ব লেয়াকত আলী সওদাগর সভাপতিত্বে কেন্দ্রীয় শিল্প বিষয়ক সম্পাদক আলহাজ্ব নুর মোহাম্মদ এর পরিচালনায় নগরীর সদরঘাটস্থ কমিউনিটি সেন্টারে লিফলেট বিতরণ পূর্বে গ্রাহক সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.এ হাশেম রাজু উপরোক্ত কথাগুলো বলেন। উক্ত গ্রাহক সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখতে গিয়ে ফোরামের উপদেষ্টা ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন বলেন, বন্দরনগরী চট্টগ্রাম দেশের অর্থনীতির চালিকা শক্তি। দেশের রাজস্ব আয়ের সিংহভাগ জোগান হয় এই চট্টগ্রাম থেকে দুর্ভাগ্য হলে সত্যি যে, স্বাধীনতার পর থেকে চট্টগ্রামবাসী উন্নয়নের দিক থেকে বৈষম্যের শিকার। এর উপর নাগরিক সেবা সংস্থা সমূহ জনগণকে ন্যায্য সেবা না দিয়ে অযৌক্তিভাবে ফি আদায়ের যে কোন পায়তারা অত্যন্ত দুঃখজনক যা নগরবাসী কখনও মেনে নেবে না। গ্রাহক সভায় বক্তব্য রাখেন গণ অধিকার ফোরামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মোহাম্মদ নুরুন্নবী, সহ-দপ্তর সম্পাদক এ.কে.এম. আবুল কাসেম, কেন্দ্রীয় সদস্য এডভোকেট আলী আকবর, অধ্যাপক সৈয়্যদ মোহাম্মদ রেজাউল করিম, গ্রাহকের পক্ষে বক্তব্য রাখেন, মোহাম্মদ জসিম উদ্দিন, আলহাজ্ব আমজাদ আলী সওদাগর, তৌহিদুল ইসলাম, আবদুল মতিন, মাওলানা এহসানুল করিম, এডভোকেট নার্গিস আলম চৌধুরী প্রমূখ। সভা শেষে সদরঘাট রোড, ষ্টেশন রোড, রেয়াজউদ্দিন বাজার, আইচ ফ্যাক্টরী রোডে গ্রাহকের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা