বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের উদ্যোগে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ

  প্রকাশ : ২০২০-০২-২২ ২১:০২:৫৮  

পরিস্হিতি২৪ডটকম : মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের উদ্যোগে ২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯.০০ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের প্রতি সম্মাননা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি ডা. মোহাম্মদ জামাল উদ্দীন, ভারপ্রাপ্ত সভাপতি ডা. শ্যামল দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক ডা. বেলাল হোসেন উদয়ন, সহ-সাধারণ সম্পাদক ডা. নাছির উদ্দীন, অর্থ সম্পাদক ডা. কানুদাশ, সাবেক অর্থ সম্পাদক ডা. হারুন অর রশীদ, রোটারিয়ান ডা. মনির আজাদ, ডা. রাজেশ্বর ধর বাসু, ডা. অনুপ কুমার শীল, ডা. বিশ্বজিত চৌধুরী, ডা. রুপন কুমার নাথ, ডা. তড়িত চৌধুরী, ডা. মুবিন সিকদার, ডা. অনুপ কুমার দাশ প্রমূখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, মাতৃভাষা অবজ্ঞা করে পৃথিবীর কোন জাতি উন্নতি করতে পারেনি। বর্তমান বিশ্বে যেসকল দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করেছে তার মূলে রয়েছে মাতৃভাষা প্রীতি, দেশাত্ববোধ ও শ্রম সাধনা। এই ভাষা আমাদের গর্ব, আমাদের অহংকার। এই ভাষা যেন হারিয়ে না যায়, তা যেকোন মূল্যে রক্ষা করতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা