বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

১৯ দিনব্যাপী পবিত্র মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ঢাকা কেন্দ্রীয় উপকমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-১০-২৭ ২১:০৯:২৮  

পরিস্হিতি২৪ডটকম : ১৯ দিনব্যাপী পবিত্র মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ঢাকা কেন্দ্রীয় উপকমিটির উদ্যোগে আয়োজিত ৪৯ তম পবিত্র মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর প্রস্তুতি সভার কার্যবিবরণী ঢাকা কেন্দ্রীয় উপকমিটির উদ্যোগে ২৫ শে অক্টোবর, ২০১৯ ইং তারিখ সন্ধ্যা ৭ টায় রাজধানী ঢাকার ৩২, তোপখানা রোডে অবস্থিত চট্টগ্রাম সমিতি মিলনায়তনে বিপুল সংখ্যক ভক্ত ও অনুরাগীদের ৪৯ তম পবিত্র মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। উক্ত প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন রিজওয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান ও মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর ঢাকা কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সভাপতি আলহাজ্ব নুরুল ইসলাম সিদ্দিকী। মুহাম্মদ লুৎফুর রহমান তুষারের পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভার শুভ সূচনা হয়। এরপর অনুষ্ঠানে আগত মেহমানদের মোবারকবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন ঢাকা কেন্দ্রীয় উপকমিটির সাধারণ সম্পাদক রবিউল হাসান আশিক। শুভেচ্ছা বক্তব্য রাখেন মসজিদে বায়তুলাহ’র সম্মানিত খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দীন হাবিবী, বিশিষ্ট গবেষক ও ইসলামি চিন্তাবিদ ড. মাওলানা ঈসা শাহেদী। এছাড়া আরো বক্তব্য রাখেন মুস্তফা ইকবাল চৌধুরী মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক- সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকা, শফিকুর রহমান শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক-চট্টগ্রাম সমিতি ঢাকা, আবরাজ নুরুল আলম, নির্বাহী সদস্য- সাতকানিয়া- লোহাগাড়া সমিতি ঢাকা, এ.এইচ.এম তছলিম চৌধুরী কাজল, সাধারণ সম্পাদক- সাতকানিয়া-লোহাগাড়া সমিতি ঢাকা, তালেবুর রহমান, এসপি বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার, ঢাকা, সাজ্জাদ খান, সাধারণ সম্পাদক- চুনতি সমিতি ঢাকা, ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন আক্তার খান, সাবেক এডিশনাল চীফ ইঞ্জিনিয়ার- বাংলাদেশ পাবলিক হেলথ ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ার শাহ আলম, সাবেক জিএম সেলস এন্ড মার্কেটিং, টেলিটক বাংলাদেশ লিমিটেড, নাছির উদ্দীন, পরিচালক, সিবিএম গ্র“প, সহ- সভাপতি- সাতকানিয়া -লোহাগাড়া সমিতি ঢাকা ও সাবেক সাধারণ সম্পাদক – চট্টগ্রাম সমিতি ঢাকা এবং সীরত পরিচালনা কমিটির সম্মানিতে সাংগঠনিক সম্পাদক ও শাহ শাহেব কেবলা (রঃ) এর দৌহিত্র আলহাজ্ব আব্দুল মালেক মুহাম্মদ ইবনে দীনার নাজাত। বক্তারা হযরত শাহ হাফেজ আহমদ (রঃ) এর কারামতপূর্ণ জীবনের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এবং ৪৮ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসা এই পবিত্র মাহফিলের ফজিলত সম্পর্কে আলোকপাত করেন। সেই সাথে রাজধানী ঢাকার বুকে মাহ্ফিলে সীরতুন্নবী (সঃ) এর উপকমিটি গঠনের প্রোপট তুলে ধরা হয় এবং বিগত ৩ বছরে এর কার্যক্রমের গতিধারা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনার ব্যপারে আলোকপাত করা হয়। বিভিন্ন সুধীজনের বক্তব্যে মাহফিলের কার্যক্রমে উপকমিটি ভিত্তিক রুপরেখার উদ্ভাবন, বিগত ১৫ বছর ধরে এর ব্যাপক বিস্তৃতি এবং সারা পৃথিবী ব্যাপী যে ৬৫০ টির অধিক উপকমিটি অত্যন্ত সফলতার সাথে তাঁদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছেন, সে ব্যপারে ভূয়সী প্রশংসা করা হয়। এছাড়া মাহফিলের চলমান প্রচার কার্যক্রমের সফল গতিধারাকে অব্যাহত রাখার, এবং ভবিষ্যতে আরও বেগবান করার ব্যপারে মতামত ব্যক্ত করা হয়। সভায় জানানো হয় যে বিগত ৪৮ তম মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর আয়োজনে প্রায় ২ কোটি ২২ ল টাকা ব্যয় হয় এবং আনুমানিক ১০ ল টাকার ঘাটতি থাকে। সেই সাথে এবারের আয়োজনের জন্য ২ কোটি ৫০ লক্ষ টাকা সম্ভাব্য ব্যয় বাজেট নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। বক্তারা আগামী ২০২০ সালে অনুষ্ঠিতব্য ৫০ তম সিরতুন্নবী (সঃ) মাহফিলের আয়োজনকে যেনো আরও সমৃদ্ধ করা যায়, সেই ব্যপারে সকলের আন্তরিক সহযোগিতা ও দিকনির্দেশনামূলক পরামর্শের আহবান জানান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতার জন্য সিবিএম গ্রুপ, রিজওয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ , চট্টগ্রাম সমিতি ঢাকা ও সাতকানিয়া লোহাগাড়া সমিতির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সেই সাথে মাহফিলে সীরতুন্নবী (সঃ) এর চকবাজার উপকমিটি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ২৪ তম ব্যাচের সদস্যবৃন্দ সহ উপস্থিত সকল ভক্ত ও অনুরাগীদের প্রতি আন্তরিক মোবারকবাদ জানানো হয়। পরিশেষে ঢাকা কেন্দ্রীয় উপকমিটির সম্মানিত সভাপতি ও রিজওয়ান গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম সিদ্দিকীর সমাপনী ভাষণ ও মসজিদে বায়তুলাহ’র খতিব হাফেজ মাওলানা সালাহ উদ্দীন হাবীবীর পরিচালনায় মিলাদ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা