বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

১০ই নভেম্বর ঐতিহ্যবাহী চুনতি ১৯ দিন ব্যাপী ৪৯তম সীরতুন্নবী (সঃ) মাহফিল

  প্রকাশ : ২০১৯-০৯-০৪ ১৯:৩৩:৩১  

পরিস্হিতি২৪ডটকম : আগামী ১০ই নভেম্বর হতে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী চুনতি ১৯ দিন ব্যাপী ৪৯তম সীরতুন্নবী (সঃ) মাহফিল। এরই প্রচারণার কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষে ২ সেপ্টেম্বর সোমবার রাত ৮ ঘটিকায় চট্টগ্রামস্থ মাহফিল পরিচলনা কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ ইসমাইল মানিক-এর বাসভবনে একটি জরুরী সভা অনুষ্ঠিত হয়। মাহফিল মতোয়াল্লী কমিটির সভাপতি হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রা: আ:) এর দৌহিত্র আবুল কালাম আজাদ সভাপতিত্বে উপস্থিত ছিলেন মুহাম্মদ ইসমাইল মানিক, ওয়াহিদুল হক, এডিএম আব্দুল বাসেত দুলাল, মুসিউল আজিম খান সিদ্দিকী, আলাউদ্দিন মোহাম্মদ, কাজী আরিফুল ইসলাম, জাহেদুর রহমান, সাদুর রহমান, মাহফিল মতোয়াল্লী কমিটির সদস্য হযরত শাহ মাওলানা হাফেজ আহমদ (রা: আ:) এর দৌহিত্র শাহাজাদা ইবনে দিনার মোহাম্মদ নাজাত, জাবেদ আব্বাস সিদ্দিকী, মোহাম্মদ রফিকুল ইসলাম, কাজী সোহেল আহমেদ, শাহাদাত খান সিদ্দিকী, মোহাম্মদ আলী, আব্দুল মান্নান, শাতিল ও মোহাম্মদ ইব্রাহীম প্রমূখ। সভায় কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করা হয়। এছাড়া সমাজের সকলের নিজ নিজ অবস্থান হতে প্রচারনার কার্যক্রম আরো বেগবান করার জন্য অনুরোধ জানানো হয়। সীরতুন্নবী (সঃ) মাহফিলে আগামী ৮ সেপ্টেম্বর রবিবার বাদে মাগরিব চন্দনপুরা মসজিদের পাশে অগ্রণী মাধ্যমিক বিদ্যালয় কক্ষে চুনতি বিভিন্ন ক্লাবের সমন্বয়ে একটি বৈঠক আহবান করা হয়। মাহফিল কমিটির পক্ষ হতে সাবাইকে উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা