বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

হালদায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ

  প্রকাশ : ২০২০-০২-১০ ২১:৩৯:৩২  

পরিস্হিতি২৪ডটকম : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন নদী হালদায় বালু উত্তোলনের সময় ড্রেজার জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে হাটহাজারীর ইন্দিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত এসব সামগ্রী জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমিন।

ইউএনও মো. রুহুল আমিন জানান, হালদায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি ড্রেজার জব্দ করা হয়। এ সময় বালু উত্তোলন কাজে ব্যবহৃত প্রায় এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

তিনি জানান, গত কয়েক মাসে হালদায় অভিযান চালিয়ে ৭টি ড্রেজার এবং ১২টি বালু উত্তোলন কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকা ধ্বংস করা হয়েছে। হালদা রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।



ফেইসবুকে আমরা