বাংলাদেশ, , বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

হামজারবাগ গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরিফের শোহাদা-ই-কারবালা মাহফিলের ২য় দিবস অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০৮-২৭ ১৫:৫৯:৫১  

পরিস্হিতি২৪ডটকম : গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরীফের ব্যবস্থাপনায় প্রতি বৎসরের ন্যায় এইবারও ৫ দিনব্যাপী শোহাদা-ই-কারবালা মাহফিলের ভার্চুয়াল আলোচনা সভা গত ২৬ আগস্ট বুধবার অনুষ্ঠিত হয়। কোরআন তেলাওয়াত করেন হাফেজ তৌহিদুল আলম, নাত-ই-রাসুল মাওলানা তারেকুল ইসলাম, মাইজভাণ্ডারী গজল সৈয়দ কামরুল আহসান। উদ্যাপন পরিষদের কো-চেয়ারম্যান এম মাকসুদুর রহমান হাসনুর সভাপতিত্বে আলোচনায় প্রধান আলোচক হিসেবে অংশগ্রহণ করেন রাউজান গহিরা কামিল মাদরাসার প্রভাষক মাওলানা সালাউদ্দিন আল কাদেরী। বিশেষ আলোচক হিসেবে অংশগ্রহণ করেন ফটিকছড়ি মাদরাসা-ই-গাউছুল আজম মাইজভাণ্ডারীর প্রভাষক মাওলানা নাজিমুল হক আল কাদেরী। প্রধান আলোচক আহলে বাইত-ই-রাসুল (দ.) এর যোগ্যতম উত্তরসূরি আউলিয়া কেরাম এবং ইসলাম প্রচারে তাঁদের অবদান আলোচনা করেন। মাওলানা কাজী হাবিবুল হোসাইন ও সৈয়দ আবু আহমদ এর উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন উদ্যাপন পরিষদের চেয়ারম্যান মোকসেদুর রহমান দুলাল, সচিব মোহাম্মদ আলী, ফজলুল হক ফজু, মোহাম্মদ ওমর ফারুক, মোর্শেদুল করিম চৌধুরী, মোহাম্মদ সেলিম, রুকনুজ্জামান টুটুল, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, সৈয়দ আসিফ, খোরশেদ আলম, সোহেল মাহমুদ পারভেজ, মোহাম্মদ খুরশিদ আলম, মুহাম্মদ শওকত হোসাইন রুবেল, অপু সরওয়ার, জাহেদ সরওয়ার। মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন সৈয়দ আবু আহমদ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা