বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সৈয়দ আশরাফ চিরনিদ্রায় শায়িত

  প্রকাশ : ২০১৯-০১-০৬ ১৮:৩২:৩৪  

পরিস্হিতি২৪ডটকম : আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম ইসলাম চিরনিদ্রায় শায়িত হলেন। রবিবার বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।
৬৭ বছর বয়সী সৈয়দ আশরাফ থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি ছিলেন। কয়েক মাস চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়। ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন তিনি।
শনিবার সৈয়দ আশরাফের মরদেহ দেশে নিয়ে আসা হয়। এরপর রবিবার সকাল ১০টার দিকে নেওয়া হয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। সেখানে আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী আশরাফের জানাজায় অংশ নেন।
এখানে জানাজার পর সৈয়দ আশরাফের মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। সেখানে পুরাতন স্টেডিয়াম মাঠে তার জানাজা হয়। এরপর দুপুর ২টায় ময়মনসিংহের আঞ্জুমান ঈদগাঁ মাঠে আরেক দফা জানাজার পর বিকালে ঢাকায় এনে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।



ফেইসবুকে আমরা