বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সূর্যগিরি আশ্রম শাখার আয়োজনে দুর্গাপূজার মহা নবমী তিথিতে আখতার উদ্দিন মাহমুদ পারভেজ : দূর্গাদেবীর আগমনের আলোকচ্ছটায় বিনাশ হয় অশুভ শক্তির

  প্রকাশ : ২০১৯-১০-০৭ ১৮:০৫:১০  

পরিস্হিতি২৪ডটকম : দূর্গাপূজা বাঙালি হিন্দুসমাজের এক মহা উৎসব। অতি প্রাচীনতম এই উৎসবে ভেদাভেদ ভুলে সকলে মিলিত হয় আনন্দ ভাগাভাগিতে। আর ব্যাকুল হয়ে আরাধনায় মগ্ন হয় মায়ের কৃপা লাভে। কেননা দূর্গামায়ের আগমনের আলোকচ্ছটায় বিনাশ হয় অশুভ শক্তির। সম্প্রীতির এই দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশে এই উৎসব যেন প্রাণ সঞ্চার করে সকলের তরে। রাষ্ট্র ব্যবস্থায় নানা জাতের নানা ধর্মের নাগরিক থাকবে এটাই স্বাভাবিক। সরকার সকলের প্রতি দায়িত্বশীল আচরণ করবে। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে একটি কল্যাণ রাষ্ট্র গঠনে সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান অত্যন্ত জরুরি। সূর্যগিরি আশ্রম সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে মহা নবমী তিথির অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মীয় বক্তা ছিলেন পণ্ডিত সুজন কান্তি আচার্য রনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মাহমুদ হাসান ফাউন্ডেশনের মুখপাত্র সাংবাদিক এরশাদ হোসেন খোকন, ৬নং পাইন্দং ইউনিয়নের মেম্বার গৌতম সেবক বড়ুয়া, হাইদচকিয়া মৈত্রী সংসদের সাবেক সভাপতি রূপক বড়ুয়া, সাংবাদিক আহমদ আলী চৌধুরী, বাগীশিক উত্তর জেলার সভাপতি অমৃতলাল দে, সহ-সভাপতি শুভাশীষ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শিবু দে, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের মাস্টার দেবাশীষ দে লাভলু, মাস্টার কৃষ্ণকলি আচার্য, মাস্টার অর্চনা রানী আচার্য। স্বাগত বক্তব্য রাখেন জয়ন্তি রানী আচার্য। পূজা শীলের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ডা. সুশীল আচার্য, এড. রূপনা রানী আচার্য, তৃষ্ণা শীল, পায়েল দাশ, পুষ্পা শীল, পূজা শীল, ফাল্গুনী শীল, কাজল শীল, অজয় শীল, তূর্ণা আচার্য, দিবা আচার্য, নিলয় শীল, জয়া রানী শীল, আদেশ শীল, মানব কান্তি নাথ, রাধিকা রানী দাশ, অমৃত দাশ, আদিত্য নাথ, রূপসা দাশ, পুষ্পলতা আচার্য, পার্থিবান আচার্য, অনির্বাণ আচার্য, রাজীব আচার্য, নয়নদাশ, রতন দাশ, হিরণ দাশ, অণু দাশ, দুর্জয় আচার্য, মনি দাশ, মালতি দাশ, নেলী দাশ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ফটিকচড়ি গণ মানুষের নেতা ড. মাহমুদ হাসানকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে এলাকার গরিব অসচ্ছল বিধবাদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা