বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে নিহত ৩

  প্রকাশ : ২০১৯-০৭-৩১ ২০:৩৩:১৪  

পরিস্হিতি২৪ডটকম : সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে শ্রমিকরা হেলমেট ছাড়া পুরাতন জাহাজ ভাঙ্গার কাজ করার সময় গ্যাসে আক্রান্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন।

জানা যায়, বুধবার দুপুর ২টায় শীতলপুর এলাকায় মাস্টার কাশেমের মালিকানাধীন ম্যাক কর্পোরেশনের ইয়ার্ডে একটি জাহাজের মালামাল খুলতে গিয়ে জাহাজের পাম্পের হাউজের গ্যাস লিক হয়ে গেলে ৯ জন শ্রমিক গুরুতর আহত হন। আহত ৯ জনকে চমেক হাসপাতালে নেওয়ার পর তিন মারা যায় এবং বাকি ৬ জনের মধ্যে ২ জনের অবস্থা আশংকাজনক বলে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান।

নিহতরা হলেন- পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া এলাকার আমজাদ ব্যাপারীর ছেলে নান্টু ব্যাপারী (২৪), একই এলাকার জাফর মাতব্বরের ছেলে মো. রাসেল (২৫) এবং কুড়িগ্রাম জেলার খুরুরীপুর এলাকার আবু তালেবের ছেলে মো. ছবিদুল (২৬)। তবে আহতদের নাম জানা যায়নি।আহতদেরকে ইয়ার্ড মালিকপক্ষ চমেক হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করায় বলে জানা যায়।
সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) মো. শামীম শেখ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‌কাজ করার সময় তিন শ্রমিক মারা যান এবং তাদেরকে মর্গে রাখা হয়।



ফেইসবুকে আমরা