বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

সিঙ্গাপুরে বোমাতঙ্কে বিমানের জরুরি অবতরণ, শিশুসহ আটক ২

  প্রকাশ : ২০১৯-০৩-২৬ ১৯:৩১:৪৫  

পরিস্হিতি২৪ডটকম : বিমানে বোমা থাকতে পারে পাইলট এই মর্মে সতর্কতা জারি করায় সিঙ্গাপুরের বিমানবন্দরে বিমানটি জরুরি অবতরণ করানো হয়েছে। সিঙ্গাপুরের বায়ুসেনা বিমানটিকে এসকর্ট করে মঙ্গলবার সকাল ৮টা দিকে চাঙ্গি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।

জানা গেছে, সোমবার রাত সাড়ে ১১ টার দিকে ২৬৩ জন যাত্রীকে নিয়ে যাত্রা শুরু করে এসকিউ ফ্লাইট-৪২৩। বিমানটি টেক-অফ করার কিছুক্ষণ পর বিমানসংস্থা একটি ফোন পায়। তাতে দাবি করা হয়, বিমানে বোমা রয়েছে। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় পাইলটকে। এরপর মঙ্গলবার সকাল ৮টা দিকে চাঙ্গি বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়।
সব যাত্রীদের নিরাপদে নামিয়ে এনে সিকিওরিটি চেক করা হয়েছে। এ সময় কর্তৃপক্ষ একজন মহিলা ও এক শিশুকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করছে।
বিমানসংস্থার পক্ষ থেকে জানানো হয়, ‘মুম্বাই থেকে সিঙ্গাপুরগামী বিমানে বোমাতঙ্ক ছড়ায়। বিমানটি সকাল ৮টায় সিঙ্গাপুরে পৌঁছায়। ছিলেন ২৬৩ জন যাত্রী।’



ফেইসবুকে আমরা