বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সিএমপি’র ত্রাণ তহবিলে ‘ছিন্নমূল ৪’শ পরিবারের জন্য’ সানোয়ারা গ্রুপের উপহার

  প্রকাশ : ২০২১-০৭-১৩ ১৮:৫৪:০৮  

পরিস্হিতি২৪ডটকম : দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে কর্মহীন হয়ে যাওয়া ৪’শ পরিবারের জন্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ত্রাণ তহবিলে উপহার সামগ্রী প্রদান করেছেন বাংলাদেশের সুনামধন্য শিল্প প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপ। উপহার সামগ্রী গ্রহণ করেন সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ মোখলেছুর রহমান। এসময় তিনি বলেন, চলমান মহামারী ও লকডাউনে আয়ের উৎস বন্ধ হয়ে যাওয়ায় কর্মহীন মানুষের পাশে সরকার উপহার সামগ্রী প্রদান অব্যাহত রেখেছেন। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশও ব্যাপক কাজ করে যাচ্ছেন। তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান। এছাড়া, সানোয়ারা গ্রুপ চট্টগ্রামে ব্যাপক শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণসহ নানা সামাজিক ও মানবিক উদ্যোগের জন্য তিনি প্রসংশা করেন।

সানোয়ারা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক বাংলাদেশ আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য জননেতা মুজিবুর রহমানের পক্ষে এসময় উপস্থিত ছিলেন- সানোয়ারা গ্রুপের ডিজিএম সাইফুল ইসলাম, গ্রুপের সিনিয়র কর্মকর্তা ও চান্দগাঁও ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান আনিস, এইচ আর এডমিন মোঃ দেলোয়ার হোসেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা