বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে..স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

  প্রকাশ : ২০১৮-১২-০৬ ২০:২৩:১২  

Poristhiti24.com : বৃহস্পতিবার রাজধানীর কাওরান বাজারস্থ র‌্যাব মিডিয়া সেন্টারে ‘মিথ্যা রুখো, সত্য জানো’ স্লোগানে গুজববিরোধী একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপনের (টিভিসি) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা বা অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
তিনি যেকোন তথ্য যাচাই-বাছাই করে ইন্টারনেট কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড বা শেয়ার করার আহ্বান জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গুজব দিয়াশলাই আগুনের মত ভয়ংকর। একটা দিয়াশলাইয়ের আগুন যেভাবে সবকিছু মুহুর্তে ধ্বংস করে দিতে পারে, তেমনি গুজবও ভয়ংকর। একটা বিভ্রান্তিকর তথ্য কিংবা গুজব মুহূর্তেই বিশৃঙ্খলতায় রুপ দেয়।’

তিনি বলেন, ‘আমরা রামুর কথা ভুলিনি, নাসিরনগরের কথাও ভুলিনি। সম্প্রতি আমাদের ছোটছোট কোমলতি শিশুরা যে অধিকার নিয়ে রাস্তায় নেমেছিল এবং সেটিও গুজবের মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে। দেশ জুড়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল কতিপয় স্বার্থান্বেষী মহল।’ বাসস



ফেইসবুকে আমরা