বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

সাতবাড়িয়া বেপারীপাড়ায় সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান সম্পন্ন

  প্রকাশ : ২০২১-০৩-২১ ১৭:৫৬:২৫  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়া বেপারীপাড়ায় প্রয়াত অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া ও শিক্ষয়িত্রী রঞ্জনা বড়ুয়ার উদ্দেশ্যে সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠান ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। উদ্বোধক ছিলেন বেপারীপাড়া রত্নাঙ্কুর বিহারের অধ্যক্ষ শ্রীমৎ এল অনুরুদ্ধ মহাথেরো। সভাপতিত্ব করেন ভদন্ত শীলরক্ষিত মহাথেরো। প্রধান ধর্মদেশক ছিলেন চট্টগ্রাম সার্বজনীন বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাপাল মহাথেরো। স্বাগত বক্তব্য দেন প্রয়াতের জ্যেষ্ঠপুত্র অধ্যাপক ডা. সুনাম বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক সাহিত্যিক সৈয়দ বাহাউদ্দীন। আশির্বাদক ছিলেন ভদন্ত রেবতপ্রিয় মহাথেরো। ধর্মদেশক ছিলেন ভদন্ত ধর্মানন্দ মহাথেরো, ভদন্ত ড. সুমনপ্রিয় থেরো, ভদন্ত চন্দ্রজ্যোতি থেরো, ভদন্ত রত্নানন্দ থেরো, ভদন্ত আনন্দবোধী ভিক্ষু, ভদন্ত তিষ্যমিত্র ভিক্ষু প্রমুখ। অন্যদের মধ্যে আলোচনা অংশগ্রহণ করেন বাবু এডভোকেট বিতাশোক বড়ুয়া, নারী নেত্রী পূরবী বড়ুয়া। এতে চিকিৎসাসেবা প্রদান করেন বাতব্যাথা বিশেষজ্ঞ ডা. সুনাম বড়ুয়া, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. চৈতী বড়ুয়া, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. দিবাকর বড়ুয়া, শিশুরোগ বিশেষজ্ঞ ডা. ভাগ্যধন বড়ুয়া, অর্থোপেডিক ডা. হিমাদ্রী বড়ুয়া, চক্ষু চিকিৎসক ডা. চন্দ্রমল্লিকা চৌধুরী, ডেন্টাল সার্জন ডা. স্নেহাহাশীষ বড়ুয়া প্রমুখ। এতে ধর্ম বর্ণ নির্বিশেষে দেড়শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। এ উপলক্ষ্যে সাংবাদিক সাহিত্যিক সৈয়দ বাহাউদ্দীন সম্পাদিত ও অধ্যাপক ডা. সুনাম বড়ুয়া প্রকাশিত “স্মৃতিতে ভাস্বর: অধ্যাপক সরোজ কুমার বড়ুয়া ও শিক্ষিকা রঞ্জনা বড়ুয়া” নামক একটি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া ।
অনুষ্ঠানমালায় ধর্মীয় কার্যক্রম ছাড়াও উৎসাহমূলক শিক্ষাবৃত্তি প্রদান, মধ্যাহ্ন ভোজসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি

 



ফেইসবুকে আমরা