বাংলাদেশ, , বুধবার, ২৪ এপ্রিল ২০২৪

সাতক্ষীরায় মাটি খুঁড়ে মিলল দেড়শো বছর আগের সিন্দুক

  প্রকাশ : ২০১৯-০১-০৮ ১৫:১০:২০  

পরিস্হিতি২৪ডটকম : সাতক্ষীরার তালায় মাটি খুঁড়তে গিয়ে পাওয়া গেছে একটি লোহার সিন্দুক। সোমবার বিকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়নের পুরাতন রেজিস্ট্রি অফিসের ভবন অপসারণকালে সিন্দুকটি পাওয়া যায়। তালাবদ্ধ সিন্দুকের মধ্যে কি রয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেনি কেউ।
শত বছরের বৃদ্ধ ইসলামকাটি গ্রামের বাবু লাল ঘোষ জানান, জমিদার সুরেন্দ্রনাথ চক্রবর্তী এখানে ব্যবসায়িক কাজে ভবনটি নির্মাণ করেছিলেন প্রায় দেড়শ বছর আগে। ওই সময় তিনি বড় ব্যবসায়ী ছিলেন। ১৯২৬ সালে ওই ভবনে পোস্ট অফিস করা হয়। এরপর করা হয় রেজিস্ট্রি অফিস। দেশ ভাগের আগে জমিদার সুরেন্দ্রনাথ চক্রবর্তী কলকাতায় মারা যান। তার পরিবারের সকল সদস্যরা হাজার হাজার বিঘা সম্পত্তি ও বাড়ি ঘর ফেলে ভারতে চলে যান। ভবন ভাঙতে গিয়ে মাটির নিচে পাওয়া সিন্দুকটিতে সে সময়কালের মুদ্রা বা অন্যকিছু থাকতে পারে।
এদিকে, সিন্দুক পাওয়ার ঘটনা শুনে দেখার জন্য বিভিন্ন স্থান থেকে এলাকাবাসী ভিড় জমান।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস এবং তালা থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী রাসেল তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী রাসেল বলেন, সিন্দুকটি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এরমধ্যে কি রয়েছে সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এখানে আগেকার সময়ে হিন্দুদের বসতি ছিল। প্রত্নতত্ত্ব বিভাগের কাছে এটা হস্তান্তর করা হবে।



ফেইসবুকে আমরা