বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

সাগরিকা বিসিক এলাকায় পরিবেশ অধিদফতরের অভিযানে ৫ টন পলিথিন জব্দ ও ৫ লাখ টাকা জরিমানা

  প্রকাশ : ২০১৯-১০-৩১ ২১:৪৮:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : নগরের সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করেছে পরিবেশ অধিদফতর।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) এসব পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়। পরে এসব পলিথিনের মালিক রিয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।

বিকেলে শুনানি শেষে নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে মো. আলমগীরকে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক আজাদুর রহমান মল্লিক।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের সহকারী পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা বলেন, সাগরিকা বিসিক এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে ৫ টন পলিথিনের তৈরি শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। পরে বিকেলে এসব পলিথিনের মালিক রেয়াজউদ্দিন বাজার এলাকার গোলাম রসুল মার্কেটের মেসার্স শাহ আমানত পলি লিমিটেডের মালিক মো. আলমগীরকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।



ফেইসবুকে আমরা