বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ২য় দিনে বক্তারা : এই মাহফিল এতদঅঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃত পেয়েছে

  প্রকাশ : ২০১৯-১১-১১ ১৯:৫২:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : শাহ্ সাহেব কেবলা চুনতী কর্তৃক প্রবর্তিত ১৯ দিনব্যাপী সীরতুন্নবী (স.)’র ২য় দিন চট্টগ্রাম লোহাগাড়া চুনতীস্থ শাহ্ মনজিল সীরত ময়দানে আজ ১১ নভেম্বর ২০১৯ইং সোমবার বাদে আছর হতে অনুষ্ঠিত হয়। অধিবেশনে ছদরে মাহফিল ছিলেন সাতকানিয়া গাটিয়াডাঙ্গা আইনুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবদুল মুবিন। চুনতি হাকিমিয়া কামিল মাদরাসার উপ-অধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ ফারুক এর সঞ্চালনায়- রায়তুল্লাহ শরীফের ফযিলত ও তথায় অবস্থিত আয়াতে বাইয়্যিনাত সমূহের বিবরণের ওপর আলোচনা করেন লোহাগাড়া আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা আবদুস সোবহান, আসহাবে সুফ্ফার পরিচয়, রসূল (সা.) এর হাদিসের সংরক্ষণ ও বর্ণনায় তাঁদের ত্যাগ ও কুরবানীর বিবরণের ওপর আলোচনা করেন লোহাগাড়া আধুনগর ইসলামিয়া ফাযিল মাদরাসার সহকারী অধ্যাপক (আরবি) মাওলানা জোবাইর হোছাইন ছিদ্দিকী, ইবাদতের গুরুত্ব ও স্বরূপ বর্ণনা করেন লোহাগাড়া আমিরাবাদ দরবেশিয়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জিয়াউল ইসলাম। এতে আরো উপস্থিত ছিলেন সীরতুন্নবী (স.) মাহফিলের মোতোয়াল্লী কমিটির সভাপতি শাহজাদা হাফিজুল ইসলাম আবুল কালাম আজাদ, শাহাজাদা আবদুল মালেক ইবনে দিনার নাজাত, শাহাজাদা তৈয়বুল হক বেদার, গোলাম কবির, এছাড়াও সাতকানিয়া, লোহাগড়া উপজেলার বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এতে তেলাওয়াতে কোরআন পাঠ করেন ক্বারী মাওলানা মিজানুর রহমান ও মুহাম্মদ রায়হান। না’আতে রাসূল (সা.) পরিবেশন করেন হাফেজ মাওলানা মুহাম্মদ রুকন উদ্দীন ও মোফাজ্জল হোছাইন। বক্তারা বলেন, এই মাহফিল এতদঅঞ্চলে নবীপ্রেমিক মুসলমানদের মিলনস্থল হিসেবে স্বীকৃত পেয়েছে। এই মাহফিলের সুনাম ও সুখ্যাতি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে আজকে এই মাহফিল স্বীকৃত।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা