বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামী একাডেমী শুভ উদ্বোধন

  প্রকাশ : ২০১৮-১২-২০ ০৬:০৬:৫৭  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি আজিমপুর গ্রামস্থ মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ আজিমপুর শাখার উদ্যোগে ও পরিচালনায় শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ইসলামী একাডেমীর নামে এস জেড এইচ এম ট্রাস্টের আরো একটি শিক্ষা প্রতিষ্ঠান তাদের নিজস্ব ক্যাম্পাসে শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি ১০নং সুন্দরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক, রাজনীতিবিদ আলহাজ্ব সালা উদ্দিন চৌধুরী। তিনি বলেন শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর আদর্শ অনুযায়ী গাউসিয়া হক কমিটি ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট ত্বরিকত চর্চার পাশাপাশি মানবতার শিক্ষার ক্ষেত্রে যে অবদান রেখে চলেছে তা অন্যান্যদের জন্য দৃষ্টান্ত স্বরূপ। কেননা ব্যাক্তি ও ব্যাক্তিগত উন্নতির জন্য শিক্ষার কোন বিকল্প নেই। আশাকরি এই একাডেমী অত্র এলাকার শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ আকতার উদ্দিন মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে আরো উপস্থিত ছিলেন সাবেক সহকারী প্রধান শিক্ষক নাসিরাবাদ বালক উচ্চ বিদ্যালয় মোঃ জাকারিয়া চৌধুরী, সিনিয়র ম্যানেজার স্ট্যান্ডার্ট চাটার ব্যাংক মো. আনোয়ারুল আলম চৌধুরী, আজিমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবরাহ উদ্দিন চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক নুরুল ইসলাম, মোহাম্মদ সলিম উল্লাহ, শাহাদাত হোসেন, মোহাম্মদ ইসলাম মেম্বার, মোহাম্মদ কামাল উদ্দিন, মুসলেম উদ্দিন, বদরুল আলম, আলী হায়দার, মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সমন্বয়কারী মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী। অনুষ্ঠান শেষে মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন উক্ত মাদ্রাসার সহকারী সুপার মাওলানা মো. রবিউল হক
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা