বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

শারজাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সৈয়দ আহম্মদ উল্লাহ’র ইন্তেকাল

  প্রকাশ : ২০২০-০২-২২ ১৯:২৬:২৬  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ উপজেলার সাতবাড়িয়ার কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, দুবাইস্থ শারজাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক সৈয়দ আহমদ উল্লাহ ২১ ফেব্রুয়ারি ২০২০ শুক্রবার ভোর ৫ টায় চট্টগ্রামস্থ ন্যাশনাল হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না………… রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৪ বছর। তিনি স্ত্রী ও দুই কন্যা সন্তান সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে যান। বাংলাদেশের এই কৃতি সন্তান সৈয়দ আহম্মদ উল্লাহ ১৯৯৭ সাল থেকে দুবাই শারজাহ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যু ১৫ দিন পূর্বে তিনি স্বস্ত্রীক বাংলাদেশে আসেন। তিনি ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ২১ ফেব্রুয়ারি বাদে যোহর সাতবাড়িয়া নগরপাড়া শাহ আমানত (রহ.) মাদ্রাসা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার ইমামতি করেন বাঁশখালী কালীপুর দরবার শরীফের সাজ্জাদানশীন মাওলানা সৈয়দ জগলুল ইসলাম। এদিকে চন্দনাইশের কৃতি সন্তান শিাবিদ সৈয়দ আহমদ উল্লাহ’র ইন্তেকালে শোক প্রকাশ করে পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চন্দনাইশ উন্নয়ন ফোরাম চট্টগ্রামের সভাপতি মাওলানা রেজাউল করিম তালুকদার, সাধারণ সম্পাদক সোহেল মো. ফখরুদ-দীন, সহ-সভাপতি মোহাম্মদ আবু বকর, মোহাম্মদ সাইফুদ্দিন, মোহাম্মদ আবদুর রহিম, এ কে এম আবু ইউসুফ, ড. অঞ্জন দেবনাথ, গোলাম মোস্তফা, রিয়াজুল ইসলাম, মোহাম্মদ জহির উদ্দিন, নুরুল আলম, মোহাম্মদ সাফাত বিন সানাউল্লাহ, মোঃ মহিউদ্দিন চৌধুরী, মোহাম্মদ জিয়াউদ্দিন প্রমুখ এক যুক্ত বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা