বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

রাশিয়ায় বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, আহত ৭৯

  প্রকাশ : ২০১৯-০৬-০২ ১৭:১৮:০৫  

পরিস্হিতি২৪ডটকম : রাশিয়ার জারঝিনস্ক শহরের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৭৯ জন আহত হয়েছে। এছাড়া বিস্ফোরণে কারখানাটির আশপাশের ১৮০ বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মস্কো থেকে ৪০০ কিলোমিটার পূর্বে জারঝিনস্ক শহরে অবস্থিত বিস্ফোরক কারখানাটিতে শনিবার দুপুর ১২ টা নাগাদ বিস্ফোরণের ঘটনা ঘটে।

কারখানাটিতে দেশটির সামরিক বাহিনীর জন্য উচ্চমাত্রার বিস্ফোরক বোমা উৎপাদন ও মজুত করা হতো।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিস্ফোরণে জেএসসি ক্রিস্টাল রিসার্স ইনস্টিটিউট প্লান্টের ওই ভবনটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

বিস্ফোরণের সময় কারখানাটির আশপাশের ১৮০ বাড়ি-ঘরের জানালার কাঁচ ভেঙে যায় বলে টাইমের খবরে বলা হয়েছে।

বিস্ফোরণের কারণ এখন পর্যন্ত জানা যায়নি।রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিস্ফোরনে আহতদের মধ্যে ৩৮ জন ওই কারখানার কর্মচারী এবং বাকি ৪১ জন স্থানীয় বাসিন্দা।



ফেইসবুকে আমরা