বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

রাউজানে নকল ওষুধ তৈরীর কারখানায় ভ্রাম্যমান আদালতের অভিযান

  প্রকাশ : ২০১৯-০৪-০৮ ১৬:২৫:৫৯  

পরিস্হিতি২৪ডটকম/(কুতুব উদ্দিন রাজু,চট্টগ্রাম): রাউজানে যৌন উত্তেজক ঔষদ, ডায়াবেটিস রোগের ওষুধসহ বিভিন্ন রোগের নকল ওষুধ তৈরির কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ওষুধ জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। দীর্ঘ সময় ধরে প্রতিষ্টানটি মোবাইল ফোনের মাধ্যমে অর্ডার নিয়ে দেশের বিভিন্ন জেলা-উপজেলাসহ বিশ্বের বিভিন্ন দেশে যৌন উত্তেজক ওষুধ, ডায়াবেটিস রোগের ওষুধ সরবরাহ করে আসছিল।৭ এপ্রিল রবিবার সকাল ১০ টা থেকে র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ, র‌্যাব-৭ এর এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মাশকুর রহমান, জেলা ওষুধ প্রশাসনের কর্মকর্তা কামরুল হাসানসহ রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা ভ্রাম্যমান আদালতের অভিযানে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নস্থ চট্টগ্রাম-কাপ্তাই সড়কের চৌধুরী ট্রেডিং এর পেছনে টেলি শপিং প্রাইভেট লিমিটেড এর কারখানা থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করেন। এ সময় কারখানাটিতে কর্মরত অনেককে বিভিন্ন মেয়াদে জেল ও টেলি শপিং প্রাইভেট লিমিটেড নামক প্রতিষ্ঠানটির মালিক আবদুল হাকিমকে ৫ লাখ ৩১ হাজার টাকা আর্থিক দণ্ড দেন ভ্রাম্যমান আদালত। কারখানাটি থেকে ১০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। ফোনগুলোর মাধ্যমে নকল ওষুধের অর্ডার নেওয়া হতো এবং বিকাশের মাধ্যমে ওষুধ বিক্রির টাকার লেনদেন চলতো।



ফেইসবুকে আমরা