বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

রবীন্দ্রনাথ সাহিত্য সংগীত প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার প্রয়াস অত্যন্ত আনন্দের : মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

  প্রকাশ : ২০১৯-০৯-১১ ২১:১৩:১৭  

পরিস্হিতি২৪ডটকম : বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অমর সৃষ্টি সংগীত ও সাহিত্য। সংগীত ও সাহিত্য আমাদের প্রজন্মের মধ্যে জাগরিত করার উদ্যোগ গ্রহণ করা উচিত এবং প্রত্যন্ত অঞ্চলের শিল্পীদের মধ্যে রবীঠাকুরের সংগীত ও সাহিত্য ছড়িয়ে দেওয়ার প্রয়াস সত্যিই আনন্দের। এই ধরণের প্রয়াসের মধ্যেমে প্রত্যন্ত অঞ্চলের শিল্পীরা রবীঠাকুরের সাহিত্য ও সংগীত সম্পর্কে জানতে পারবে। চট্টগ্রাম ইয়ুথ কয়ারের উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে ৮ ও ৯ সেপ্টেম্বর দুইদিনব্যাপী রবীন্দ্রসংগীত সম্মিলনী ও অনুষ্ঠিতব্য রবীন্দ্র সাংস্কৃতিক প্রতিযোগিতা ৯ সেপ্টেম্বর বিকাল ৫টায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় নন্দিত মেয়র আ.জ.ম নাছির উদ্দিন উপরোক্ত বক্তব্য রাখেন। সারাদিনব্যাপী অনুষ্ঠানমালায় বাঁশখালী-বোয়ালখালী-লোহাগাড়া-পটিয়া-হাটহাজারী-রাঙ্গুনিয়া উপজেলা থেকে আগত শিল্পীদেরকে মেয়র ব্যক্তিগত এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে অভিনন্দন জানান। অনুষ্ঠানের উদ্বোধনকালে চট্টগ্রাম অঞ্চলের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী, প্রকৌশলী প্রবীর কুমার সেন বলেন, প্রজন্মের শিল্পীরা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত ও সাহিত্য সম্পর্কে জানতে এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই ধরনের অনুষ্ঠান প্রতিটি উপজেলায় আয়োজনের জন্য আয়োজকদের তিনি অনুরোধ জানান। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কয়ার চেয়ারম্যান মফিজুর রহমান অনুষ্ঠানে আসার জন্য মাননীয় মেয়র সহ প্রত্যককে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। সভাপতির বক্তব্যে কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন এই পর্যন্ত চট্টগ্রাম উন্নয়নের জন্য যে কাজ করে যাচ্ছেন তার জন্য আগত শিল্পীদের পথেকে এবং আয়োজকদের পক্ষ থেকে মাননীয় মেয়রের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় অন্যন্যেদের মধ্যে বক্তব্য রাখেন, পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক আজাদুর রহমান মল্লিক, সুজিত দাশ অপু, খোরশেদ আলম, পঙ্কজ চক্রবর্তী, প্রণব রাজ বড়ুয়া, সুজিত চৌধুরী মিন্টু, সন্তোষ ঘোষ, মুক্তিযোদ্ধার সন্তান নারগিস ফাতেমা, সালমা আক্তার শিলা প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা