বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

যুগে যুগে সুফী সাধকগণই মানব মুক্তির পথকে সুগম করেছেন : ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

  প্রকাশ : ২০১৯-০৩-২৭ ১৯:২১:৩৬  

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সৌজন্য স্বাক্ষাতে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি : যুগে যুগে সুফী সাধকগণই মানব মুক্তির পথকে সুগম করেছেন 

পরিস্হিতি২৪ডটকম : আউলিয়া কেরামগণের নির্দেশিত পথ ধরেই আগালে পরপারে মুক্তির পথ সুগম হবে। যুগে যুগে সুফি সাধকগণ মহান স্রষ্টার নির্দেশিত পথে মানবকুলকে আহবান করেছেন। এই সুফি সাধকের মিলনকেন্দ্র মাইজভাণ্ডারী দরবার শরীফ। হযরত শাহানশাহ হযরত সৈয়দ জিউয়াল হক মাইজভাণ্ডারী তাঁর সারা জীবনদর্শনে সুফিবাদের অনন্য নজির রেখেগেছেন। “সুফি সাধকের জীবন গাঁথা তাসাউফের মর্মকথা” বইটি পড়লে সুফিবাদের মহান ধারণা মিলবে। গত ২৬ মার্চ ২০১৯ ইং স্বাধীনতা পুরস্কার- ২০১৯ প্রাপ্ত বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেকমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র সাথে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নেতৃবৃন্দের সাথে নগরীর ডিসিহিলস্থ শতায়ু অঙ্গনে সৌজন্য স্বাক্ষাত ও লেখক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই রচিত “সুফি সাধকের জীবন গাঁথা তাসাউফের মর্মকথা” বইটি প্রদানকালে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, সহ-সভাপতি শিপ্রাবসু মল্লিক, সাধারণ সম্পাদক রুবেল শীল, যুগ্ম সম্পাদক রুবেল আচার্য, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, শিক্ষিকা অর্চ্চণা রাণী আচার্য, নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় সভাপতি অধ্যক্ষ এ.আর.আচার্য, সহ-সভাপতি যীশু আচার্য, সাধারণ সম্পাদক সৈয়দ আতিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সলিল আচার্য, কার্তিক কুমার আচার্য, উপদেষ্টা স্বপন চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক জয় আচার্য, উত্তম শর্মা, শয়ন আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা