বাংলাদেশ, , মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্র সামরিক সংঘাতে যেতে চায় না ইরানের সঙ্গে : মাইক পম্পেও

  প্রকাশ : ২০১৯-০৫-১৫ ১২:২০:৩০  

পরিস্হিতি২৪ডটকম : ইরানের সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় না যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও মঙ্গলবার এ মন্তব্য করেন। খবর বিবিসির।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধির প্রেক্ষাপটে পম্পেও এমন মন্তব্য করলেন পম্পেও।

রাশিয়া সফরে গিয়ে মঙ্গলবার বন্দরনগরী সোচিতে পম্পেও বলেন, ‘আমরা মূলত ইরানের সঙ্গে যুদ্ধে যেতে চাচ্ছি না।’

এছাড়া তিনি বলেন, যুক্তরাষ্ট্র চায় ইরান যেন একটি ‘স্বাভাবিক দেশের’ মতো আচরণ করে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ইরানকে সতর্ক করে দিয়ে একথাও বলেন, মার্কিন স্বার্থে আঘাত আসলে ওয়াশিংটন উপযুক্ত উপায়ে তার জবাব দেবে।
অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কোন যুদ্ধ হবেনা।
গত সপ্তাহে উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ জাহাজ এবং যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র।



ফেইসবুকে আমরা