বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মেধাবী শিক্ষার্থী সুপর্ণা গুরুতর অসুস্থ, মানবিক সহযোগিতা কামনা

  প্রকাশ : ২০২০-১২-১৮ ১০:৫৪:০৮  

পরিস্থিতি২৪ডটকম/(সৈয়দ শিবলী ছাদেক কফিল) : সুপর্ণা দত্ত একজন মেধাবী ছাত্রী। তাঁর স্বপ্ন ছিল উচ্চতর ডিগ্রি নিয়ে মানবতার মহত্তর কল্যাণে নিজেকে নিবেদন করবেন। সে লক্ষ্যে যথারীতি কৃতিত্বের সাথে অধ্যয়ন করে আসছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এক জটিল রোগে (Chronic Kidney Disease) আক্রান্ত হয়ে তাঁর স্বপ্ন ভঙ্গ হতে চলেছে। পড়ালেখা তো দূরের কথা, এ দুরারোগ্য রোগের চিকিৎসা ব্যয় বহন করাও তাঁর বা তাঁর পরিবারের পক্ষে সম্ভব হচ্ছে না। এ জন্য আগ্রহী বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

আগ্রহী সাধারণের সামান্য অর্থ বাঁচাতে পারে তাঁর জীবন। কিডনির জটিল রোগ Chronic Kidney Disease-এ আক্রান্ত ১৭ বছরের মেধাবী সুপর্ণা দত্ত চট্টগ্রাম সিটি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী। এসএসসি-তে ভালো রেজাল্ট করে কলেজে ভর্তি হয়ে নতুন বই পড়াও শুরু করেছিল স্বপ্নপূরণে। এই বয়সে যখন সমবয়সী ছেলেমেয়েরা উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্নে বিভোর। এ সময় হাসপাতালের বিছানায় শয্যাশায়ী সুপর্ণা দত্ত লড়াই করছে মৃত্যুদূতের সাথে। ৩১ অক্টোবর ২০২০, প্রচন্ড ব্যাথা, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিলতা এবং uremic encephalopathy দেখা দেয়ার সুপর্ণাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে যাবতীয় টেস্ট করার পর ডাক্তাররা তার কিডনীজনিত রোগ Chronic Kidney Disease(CKD) শনাক্ত করেন। তার দুইটি কিডনিই বিকল হয়ে গেছে। সুপর্ণার রক্তের creatinine লেভেল ছিল ১১.৭ (স্বাভাবিক মাত্র ০.৫-১.১) তাকে সেখানে ২ বার ডায়ালাইসিস করা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের জন্য বলা হয়। বেসরকারি হাসপাতালে চিকিৎসা ব্যয়বহুল হওয়ার তাকে তার পরিবার চট্টগ্রামে মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগে স্থানান্তর করে। বর্তমানে সুপর্ণার দুইটি কিডনীই অচল এবং তাকে বাচিয়ে রাখার জন্য প্রতি সপ্তাহে দুইবার ডায়ালাইসিস করানো হচ্ছে। যার অর্থ জোগাড় করতেই তার বাবা হিমশিম খাচ্ছেন। তার চিকিৎসা এবং কিডনি ট্রান্সপ্লান্টের জন্য প্রায় ৩০-৩৫ লক্ষ টাকা প্রয়োজন। তার বাবা একজন স্বল্প আয়ের চাকুরীজীবী। পরিবারে তার বড় বোন সুকন্যা দত্ত (স্নাতক ৪র্থ বর্ষ) এবং মা বাবা রয়েছে। তার বাবা ছাড়া পরিবারে আর কোন উপার্জনক্ষম ব্যক্তি নেই। তার পরিবারের পক্ষে তার চিকিৎসা খরচ বহন করা অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসার খরচ বহন করার জন্যও তাদের কোন সম্পত্তি বা জমানো অর্থ নেই। একটি নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে এ বিশাল অংকের টাকা জোগাড় করা অসম্ভব হয়ে পড়েছে। আমাদের সবার সামান্য অনুদানে সুপর্ণা আমাদের মাঝে আবার ফিরে আসতে পারে। আমাদের সামান্য কিছু সাহায্যে একজন ১৭ বছরের মেধাবী মেয়ের জীবন বাচতে পারে। প্লিজ আপনারা পাশে দাঁড়ান। সুপর্ণার জীবন বাচাতে এগিয়ে আসুন প্লিজ। যারা দেশের বাইরে থাকেন তারাও সাহায্য করতে পারেন। মানবিক সহযোগিতার জন্য সুপর্ণা দত্তের বোন সুকন্যা দত্ত এর সাথে যোগাযোগ করা যেতে পারে। একাউন্ট হোল্ডারঃ সুকন্যা দত্ত
একাউন্ট নং- ৭০১৭৪১৮৬৪৫৩৬৬, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, হালিশহর শাখা, চট্টগ্রাম। বিকাশ একাউন্ট নং- ০১৮৮০০৮৭১৮১ (পারসোনাল)



ফেইসবুকে আমরা