বাংলাদেশ, , বুধবার, ১৭ এপ্রিল ২০২৪

মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বিশ্ব নির্মাণ করবে খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটি কর্তৃক জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা সভায় বক্তারা

  প্রকাশ : ২০২০-০১-০৫ ১৭:১৪:৪৩  

পরিস্হিতি২৪ডটকম : প্রতিবারের ন্যায় চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শনিবার ৪ জানুয়ারি ২০২০ বিকালে কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। খুটাখালী ব্লাড কল্যাণ সোসাইটির উদ্দ্যোগে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় উপস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সদ্য জেএসসি, পিইসিইতে জিপিএ ৫ প্রাপ্ত ৪৭জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট, সনদপত্র, কলম এবং ছাত্রলীগ খুটাখালী শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমানের পক্ষ থেকে পরিবেশ-বন্ধু ২টি চারা গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন সংগঠনের দপ্তর ও প্রচার সম্পাদক ওবাইদুল হাকিম। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষা বিষয়ক উপদেষ্টা, কিশলয় বালিকা স্কুলের সিনিয়র শিক্ষক ঈদি আমিন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দীন চৌধুরী। প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ওমর ফারুকের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবদুল্লাহ আল মুরাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন হক জেসি চৌধুরী, রামু উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি, ইউপি চেয়ারম্যান মাওলানা আবদুর রহমান, খুটাখালী আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক বাহাদুর হক, সাবেক সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ, চকরিয়া থানার এসআই চম্পক বড়ুয়া। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের শিক্ষাবিষয়ক সম্পাদক মোহাম্মদ শাহরিয়ার খাঁন, জাতীয় যুব সংসদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাহিত্য সম্পাদক শোয়াইবুল ইসলাম, ইউপি মেম্বার অলি আহমদ, সাংবাদিক মনজুর আলম, শিক্ষক আমির হোসেন, সাহাব উদ্দিন, সংগঠক মোহাম্মদ আইয়ুব উদ্দিন (সহ-সভাপতি), মো. শাহরিয়ার খাঁন, মোহাম্মদ হোসেন, হুমায়ুন কবির, ইয়াছের মাহমুদ আরিয়ান, ওবাইদুল হাকিম, ইমরান কায়সার রিফাত, ইকবাল বাহার, ইমরুল কায়সার, মোহাম্মদ রিদুয়ান, আবু হানিফ, ওয়াহিদুল ইসলাম নাহিদ, মোহাম্মদ দাইয়ান, তমিজিয়া স্কাউট সদস্য আবদুল মজিদ, মোহাম্মদ ওসমান গণি প্রমুখ। সভায় বক্তারা বলেন, পৃথিবীতে কেউ অসাধারণ হয়ে জন্মায় না। প্রত্যেকেই নিজস্ব কৃতি-কর্ম গুণে অসাধারণ হয়। আর মেধাবী শিক্ষার্থীরাই এই অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখতে পারে। বিশ্বায়নের এই যুগে একমাত্র মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বিশ্ব নির্মাণ করবে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং শিক্ষার প্রসারে মেধার লালনে সকলকে এগিয়ে আসতে হবে। আজকের এই অনুষ্ঠান তারই একটি প্রয়াস।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা