বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মুজিব বর্ষের অঙ্গীকারে খুটাখালী গণগ্রন্থাগারের গণস্বাক্ষর কর্মসূচি পালিত

  প্রকাশ : ২০২০-০২-২২ ১৮:৫৮:০৯  

পরিস্হিতি২৪ডটকম : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল ২১ ফেব্রুয়ারি ২০২০ খুটাখালী গণগ্রন্থাগারের উদ্যোগে কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনস্থ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব বর্ষের অঙ্গীকারে গণস্বাক্ষর কর্মসূচির আয়োজন করে। উক্ত গণস্বাক্ষর কর্মসূচিতে নিজের অঙ্গীকার স্বাক্ষর প্রদানের মাধ্যমে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগের খুটাখালী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদিন, কিশলয় আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, বাংলাদেশ আওয়ামীলীগের খুটাখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক বাহাদুর হক, সহ সভাপতি এম বেলাল আজাদ, বশির আহমদ, শফিকুর রহমান, আবুল কালাম, জহির উদ্দিন, বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের সভাপতি মনিরুল হক ভুট্টো, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান সাকিব, খুটাখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ওয়াসিম আকরাম, শিক্ষক মীর মোহাম্মদ জুনায়েদ, মাস্টার হাসান নূরী, উপজেলা যুবলীগ নেতা তৌহিদুল ইসলাম মিঠু, তাইজুল ইসলাম, আব্দুলাহ আল নোমান, খুটাখালী গণগ্রন্থাগারে সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সভাপতি আব্দুলাহ আল মুরাদ, গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন কমেটির সদস্য সচিব মোঃ শাহরিয়ার খাঁন, সদস্য ইকবাল বাহার, ওবায়দুল হাকিম, ইমরানুল ইসলাম আদি, ইয়াসের মাহমুদ আরিয়ান, জোবায়ের আল মাহমুদ, আব্দুল্লাহ আল মামুন, মোহাম্মদ মাহির দাইয়ান খাঁন, তাছির উল্লাহ, আদহান তাহের সোহাত, তামিম বিন মনজুর প্রমূখ। সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা আগামীর বাংলাদেশ ও মানবিক সমাজ বিনির্মাণে সর্বস্তরের মানুষকে গণস্বাক্ষর প্রদানের মাধ্যমে অঙ্গীকারবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং সর্বস্তরে বাংলা ভাষা চালু রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা