বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে চন্দনাইশে জশনে জুলুস পালন

  প্রকাশ : ২০২০-১০-২৪ ২০:০২:৪২  

পরিস্হিতি২৪ডটকম/(মো. জাহাঙ্গীর আলম চৌধুরী,চন্দনাইশ প্রতিনিধি): চন্দনাইশ পৌরসভা সদরস্থ শাহ্ আমিন উল্লাহ্ জশনে জুলুস উদযাপন কমিটির উদ্যোগে মাহে রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে জশনে জুলুস ঈদে মিলাদুনবী (দঃ) অনুষ্ঠিত হয়।
আজ ২৪ অক্টোবর সকালে বর্ণাঢ্য জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালী শাহ আমিন উল্লাহ্ (রঃ) মাজার থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পুরাতন কলেজ গেইট এলাকা থেকে পুনরায় চন্দনাইশ সদরে এসে অভ্যন্তরীন সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে মাজার সংলগ্ন মসজিদের ২য় তলায় ঈদে মিলাদুনবী (দঃ) স্মারক আলোচনা জাহাঙ্গীর মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে তকরির করেন উপজেলা ভাইস চেয়ারম্যা মাও. সোলাইমান ফারুকী, অধ্যক্ষ মাও. আবুল কাশেম আনছারী, মাও. সোহেল আনছারী, মাও. মনিরুল ইসলাম, মাও. ছৈয়দুল হক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা আওয়ামী ফাউন্ডেশনের সভাপতি মো. জাম্মেল হক, গাউছিয়া কমিটির নেতা বেলাল উদ্দিন চৌধুরী, ফারুক বাহাদুর, আলমগীরুল ইসলাম বঈদী, হাফেজ রিদুয়ান সায়েদ, হাফেজ মো. গোফরান, হাফেজ মো. ফোরকান, হাফেজ আবু বক্কার, হাফেজ মো. এরফান, মো. হাসান, নজরুল ইসলাম, ফোরকান উদ্দিন, আনসার সাকিব, মো. রাসেল, মো. সাজ্জাদ, আবুল মনছুর, মো. এনাম, মো. তুষার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মাসুদ ফারভেজ।
চন্দনাইশ বাদামতল এলাকায়ঃ “ওষখাইন দরবার শরীফের” উদ্যোগে চন্দনাইশ বাদামতল এলাকায় মাহে রবিউল আউয়াল মাসকে স্বাগত জানিয়ে এক বিশাল জশনে জুলুস ও ঈদে মিলাদুন্নাবী (সাঃ) অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর সকালে চন্দনাইশ কলেজ গেইট পেট্রোল পাম্প সংলগ্ন এলাকা থেকে জশনে জুলুস শুরু হয়ে, রৌশন হাটবাজার প্রদণি করে বাদামতল এসে শেষ হয়। পরে বাদামতল জামে মসজিদ মাঠে উক্ত জশনে জুলুস উপলক্ষে ঈদে মিলাদুন্নাবী (সাঃ) দরবারের সাজ্জাদানশীল পীরে তরিকত মাও. মো. নিজাম উদ্দীন ছিদ্দিকী ওষখাইনগিরি সভাপতিত্বে মাহফিলে তকরির করেন, মাও. মো. জিয়া উদ্দীন ছিদ্দিকী ওষখাইনগিরি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, মাইজভান্ডারী মরমী গোষ্ঠীর চেয়ারম্যান মো. সিরাজুল মোস্তফা, মাও. মুফতি আহমদ হোছাইন আল কাদেরী, মাও. মো. জহুরুল আলম জোহাদী, মাষ্টার মো. আবুল ফজল প্রমুখ।

 

 

 



ফেইসবুকে আমরা