বাংলাদেশ, , শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের মাসিক সভায় বক্তারা : “ধর্ষকরা দেশ, সমাজ ও জাতির শত্রু“

  প্রকাশ : ২০২০-১০-১০ ১৮:৪১:০৩  

পরিস্হিতি২৪ডটকম : সম্প্রতি সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতন অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে দেশে নারীসমাজের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতা থেকেই মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের মাসিক সভায় ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই শিরোনামে এক আলোচনা সভা ১০ অক্টোবর শনিবার বিকাল ৩.৩০টায় নগরীর সিআরবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সব ধর্ষকদের গ্রেফতার করে অবিলম্বে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দেশকে নারীসমাজের জন্য নিরাপদ করতে হবে। এই জন্য সরকারের পাশাপাশি প্রত্যেক নাগরিককে স্ব-স্ব অবস্থান থেকে সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, পুরুষেরা কবে নাগাদ নিজেদের বিকৃতি মনোভাব বুঝতে পারবে? কবে নাগাদ জুতা আবিষ্কারের গল্পের মতো পৃথিবীকে নয়, নিজের পাকে ঢাকতে শিখবে? কবে নাগাদ পুরুষ শুধুমাত্র পুরুষ থেকে মানুষ হয়ে উঠবে ও পুরুষের বোধোদয় হবে তা এখন সময়ের দাবি। ধর্ষণ বন্ধে পুরুষকেই জাগতে হবে সবার আগে। তাদের বুঝতে হবে নারীর পোশাক বা অন্য কিছু নয়, পুরুষের অনিয়ন্ত্রিত ও বিকৃত যৌনাকাক্সাই ধর্ষণের বড় কারণ এবং এটাই পুরুষের সবচেয়ে বড় অসুস্থতা। অনুষ্ঠানে বক্তারা বলেন, অনেক তো হলো, আর কতো? এবার জাগুন পুরুষ বন্ধুরা। এতটুকু সৎ সাহস দেখান। লাগাম পরান নিজের বিকৃত যৌন আকাক্সায়। যতদিন পর্যন্ত না আপনারা নিজেরা নিজেদের বিরুদ্ধে না দাঁড়াবেন, ততদিন এ ধর্ষণ বন্ধ হবে না। যতই আইন হোক, যতই কঠোর থেকে কঠোরতম শাস্তির বিধান রাখা হোক, যতই হারকিউলিসের আবির্ভাব হোক, কিছুই হবে না। আমাদের শুভবুদ্ধির উদয় হোক। সংগঠনের সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. রাশেদুল ইসলাম, জাহেদুল ইসলাম (রাব্বি), নাজমুল ইসলাম নাজিম, নুরুল আনসার, রাজিয়া সুলতানা রুনা, সাইদা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. তারেক, আতাউল ইসলাম, আরমান মো. মানিক সিকদার, মো. আসাদুজ্জামান সাগর, মো. ইব্রাহিম, সাইদুল ইসলাম আরিয়ান, রবিউল হাসান সাইমন, জাহেদুল আজিম জয়, তানিয়া সুলতানা তাবাসসুম, আফসানা প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

 



ফেইসবুকে আমরা