বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন ও মাসিক সভা

  প্রকাশ : ২০২০-০৯-২০ ১৯:৩৭:৪০  

পরিস্হিতি২৪ডটকম : স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের আয়োজনে নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন, সংগঠনের মাসিক সভা ও নতুন সদস্য সংগ্রহের ফরম বিতরণ অনুষ্ঠান গত ১৮ সেপ্টেম্বর ২০২০ নগরীর সিআরবি শিরিষতলায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ জালাল। মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। সভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য মো. রাশেদুল ইসলাম, জাহেদুল ইসলাম (রাব্বি), নাজমুল ইসলাম নাজিম, নুরুল আনসার, রাজিয়া সুলতানা রুনা, সাইদা আক্তার বৃষ্টি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মো. তারেক, আতাউল ইসলাম, আরমান মো. মানিক সিকদার, মো. আসাদুজ্জামান সাগর, মো. ইব্রাহিম, সাইদুল ইসলাম আরিয়ান, রবিউল হাসান সাইমন, জাহেদুল আজিম জয়, তানিয়া সুলতানা তাবাসসুম, আফসানা প্রমুখ। দিনব্যাপী অনুষ্ঠানে সকালে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাবার বিতরণ, বিকেলে মাস্ক ও নাস্তা বিতরণ করা হয় এবং করোনাকালীন সময়ে মাস্ক পরার উপর গুরুত্ব দিতে পথশিশুদের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য রাখা হয়। সংগঠনের জন্য স্বেচ্ছায় অনুদান প্রদানকারী চারজন দেশি ও প্রবাসী সদস্য আসাদ আলী রাজু, হারুনর রশিদ, সাইফুল ইসলাম, মো. সোহেল তুষারের প্রতি কৃতজ্ঞতা প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা