বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

মানবকল্যাণমুখী বিজ্ঞানের মাধ্যমে প্রকৃত জ্যোতিষীরা মানবসমাজকে কিছু অনেক উপহার দিতে পারেন : অধ্যক্ষ এ.আর.আচার্য

  প্রকাশ : ২০১৯-০৬-২২ ১৯:৫৫:০৯  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ ন্যাশনাল এষ্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগের উদ্যোগে গত ৮ ও ৯ জুন ২০১৯ প্রথম জাতীয় জ্যোতিষ সম্মেলনের পরবর্তী মতবিনিময় সভা গত ২১ জুন ২০১৯ সকাল ১০টায় নগরীর মোমিন রোডস্থ চেরাগী পাহাড় সংলগ্ন সুপ্রভাত ষ্টুডিও হলে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় শাখার সভাপতি অধ্যক্ষ এ.আর.আচার্য। সভার শুরুতে পবিত্র কোরান তেলোয়াত পাঠ করেন সৈয়দ আতিকুর রহমান এবং পবিত্র গীতাপাঠ করেন সলিল আচার্য। উক্ত সভায় চট্টগ্রাম বিভাগীয় শাখার প্রত্যেক সদস্য তাদের নিজস্ব মতামত প্রকাশ করেন। প্রকৃত জ্ঞান অর্জন না করে এই শাস্ত্রের ফলাদেশ করা উচিত নয়। প্রাচ্য ও পাশ্চাত্য এবং হস্তরেখাবিজ্ঞান, সংখ্যাতত্ত্ব, সামুদ্রিক বিজ্ঞান ইত্যাদি বিষয়ে সকল জ্যোতিষীদের মহিমা প্রকাশ ও প্রসার হলে জনজীবনে জ্যোতিষশাস্ত্রের সুষ্টু প্রয়োগ সম্ভব হবে। মানবকল্যাণমুখী অমূল্য জ্যোতিষবিজ্ঞানকে বিশ্বসভায় সগৌরবে প্রতিষ্ঠা করতে জ্যোতিষ চর্চাকারীদের সচেষ্ট হওয়া উচিত। সকলেই প্রথম জাতীয় জ্যোতিষ সম্মেলন সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে বলে মত প্রকাশ করেন এবং বলেন তারা সকলেই চট্টগ্রামে এই জ্যোতিষশান্ত্রের প্রচার ও প্রসারের প্রচেষ্টাকে সমুন্নত রাখবে। সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সলিল আচার্য্য, স্বপন কুমার চক্রবর্তী, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য, উত্তম আচার্য, রুদ্র আচার্য, শয়ন আচার্য, সজল কান্তি চৌধুরী, পিপলু কুমার আচার্য, বিপুল সরকার, সলীল আচার্য, বি-সি আচার্য, বিকাশ আচার্য, কুশ্র মিশ্র, সমীরণ পাল, কার্তিক কুমার আচার্য, অজয় কুমার বণিক, বিশিষ্ট রাজনৈতিক ব্যাক্তিত্ব স্বপন সেন, যীশু কুমার আচার্য, সমীলণ আচার্য, টিবলু আচার্য, তাপস কুমার আচার্য, বিপ্লব আচার্য, সৈয়দ আতিকুর রহমান, অরূপ আচার্য, অনুপ আচার্য, তরুণ কুমার আচার্য, সজীব আচার্য, দিবাকর আচার্য, শান্তিপদ আচার্য, সনজিত কুমার আচার্য, দুলাল আচার্য প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা