বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে গরীব দুস্থ ক্যান্সার রোগীকে নগদ অর্থ প্রদান

  প্রকাশ : ২০১৯-১০-২৩ ২২:২৮:২৫  

পরিস্হিতি২৪ডটকম : বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর (ক.) বার্ষিক ৩১তম ওরশ শরীফের অংশ হিসেবে হযরত জিয়াউল হক মাইজভান্ডারী ট্রাষ্ট নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান ফটিকছড়ি মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার উদ্যোগে এলাকার গরীব দুস্থ অসহায় ক্যান্সার রোগীকে নগদ অর্থ ও বিবাহের সহায়তা প্রদান করা হয়। সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য্যরে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল আলম নিজামী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দুস্থদের সেবায় ব্রত থাকা মহৎ কাজ। আর দুস্থদের কল্যাণে এগিয়ে আসলে মহান সৃষ্টিকর্তাও খুশি হন। ধনি গরীর ভেদাভেদ ভূলে যদি সকলে মিলেমিশে দুস্থদের সহায়তায় এগিয়ে আসা যায়, তাহলে এ সমাজ আরও সুন্দর হবে। আর এই মহান কাজ করে বিরল নজীর রেখেছেন বিশ্বঅলি শাহানশাহ হযরত মাওলানা শাহসুফী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) তিনি সর্বসময়ে দুস্থ অসহায়দের কল্যাণে কাজ করে গেছেন। এই ধারাবাহিকতা বজায় রেখেছেন হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর উত্তোরাধিকারী আলহাজ্ব হযরত সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ.)। তিনি মহান সেবায় ব্রত থাকার জন্য প্রতিষ্ঠা করেছেন অসহায়, গরীব, দুস্থদের আলোর দিশারী শাহানশাহ হযরত মাওলানা শাহসুফী সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাষ্ট। যার মাধ্যমে অহরহ দুস্থদের কল্যাণ করা হচ্ছে। এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল, বাংলাদেশ ভূজপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত শীল, মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার সহ-সভাপতি শীপ্রা বসু মল্লিক, সাধারণ সম্পাদক রুবেল শীল, মহিলা সম্পাদিকা অর্চ্চণা রানী আাচার্য, যুগ্ম সম্পাদক এডভোকেট রূপনা রানী আচার্য, অর্থ সম্পাদক সমীর কান্তি দাশ, নীলু দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক কাশ্মিরি দাশ, এমটি সুজন ত্রিপুরা, লাভলী দত্ত, দয়াল দত্ত, সুইটি আচার্য, ফিউ আচার্য, মহাদেব দাশ প্রণাম, অল্পি দাশ, মানিক বড়ুয়া, ঝন্টু শীল, মিটু দাশ গুপ্ত, অভি বসু মল্লিক, জুই রায়, ঝুমুর সর্দার, রনবির দাশ, রবি শেকর দত্ত, জয়ন্ত দত্ত প্রমূখ। উক্ত অনুষ্ঠানে ৫ জন দুস্থ ক্যান্সার রোগীকে নগদ অর্থ প্রধান করা হয় এবং ৩ জনকে বিবাহের সহায়তা প্রদান করা হয়। এলাকার মেধাবী গরীব ২০ জন ছাত্র-ছাত্রীকে শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা