বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি সূর্যগিরি আশ্রম শাখার আয়োজনে অসচ্ছল ও দরিদ্র পরিবারে সহায়তা অনুষ্ঠানে উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক : ধৈর্য্যশীল ও মেধাবীরাই আগামীর দেশ গঠনের ভূমিকা রাখবে

  প্রকাশ : ২০১৯-০৫-২৯ ২১:৫৬:০৫  

পরিস্হিতি২৪ডটকম : রমজান পরম সহিষ্ণুতার শিক্ষা দেয়। ত্যাগ ও সংযমের শিক্ষা দেয় এবং একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ জাগিয়ে তুলতে সাহায্য করে। এই রমজান মাসে মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখা যে পদপে গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়। আজকের ঈদ সামগ্রী, বস্ত্র বিতরণ ও শিক্ষাসামগ্রী বিতরণ এই সমাজের জন্য গুরুত্বপূর্ণ একটি দৃষ্টান্ত। অসচ্ছল ও দরিদ্র পরিবারে নিয়মিত নানান সহায়তা করে আসছে শাহান শাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্ট। এই ধারাবাহিকতায় বর্তমান ম্যানেজিং ট্রাস্টি হজরত আলহাজ্ব সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.জি.আ) যেভাবে গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যে হাত বাড়িয়ে দিচ্ছেন তা এক অনন্য উদাহরণ। আগামীর দেশকে এগিয়ে নিতে হলে একে অপরের সহযোগিতা করে প্রজন্মকে মেধাবী জাতি হিসেবে গড়ে তুলতে হবে। ধৈর্য্যশীল ও মেধাবীরাই আগামীর দেশ গঠনে ভূমিকা রাখবে। মাইজভাণ্ডারী গাউছিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার আয়োজনে হজরত শাহান শাহ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) স্মরণে আলোচনা সভা, ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন সিএমপির উক্তর জোনের উপ-পুলিশ কমিশনার বিজয় বসাক। সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিএমপি পাঁচলাইশ জোনের এসি দেবদূত মজুমদার, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাহী সদস্য লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাই। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সমীর দাশ, সাধারণ সম্পাদক রুবেল শীল, এশিয়ার টিভির সুমন আচার্য, নিলু দাশ, শিপ্রাবসু মল্লিক, ঝুমুর সর্দার, দয়াল দত্ত, কাশ্মিরী দাশ, সোমা চৌধুরী, ঝন্টু শীল, সামাজিক সংগঠক যাত্রী ছাউনির প্রতিনিধি নওরীন, জিয়সান, পুষ্পা, অভিবসু মল্লিক প্রমুখ। অনুষ্ঠানে গরিব মেধাবী ৩০ জন শিক্ষার্থীকে শিক্ষাসামগ্রী, ১০০ জনকে ঈদবস্ত্র ও ৫০ জনের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়।



ফেইসবুকে আমরা