বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন

  প্রকাশ : ২০২০-১২-১৬ ১৮:২৩:০০  

পরিস্হিতি২৪ডটকম : মহান বিজয় দিবস ২০২০ বিজয়ের ৪৯তম বছর আয়োজন উপলক্ষে মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরণ অনুষ্ঠান ১৬ ডিসেম্বর নগরীর সিআরবিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবিক দৃষ্টিভঙ্গি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইউসুফ জালাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। সংগঠনের সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সংগঠনের এডমিন সাইদা আক্তার বৃষ্টি, সদস্য আফসানা আকতার, ম. তোফায়েল আহমেদ, জাহেদ খান, রেহমান জামান রাকিব, আরিয়ান, সৈকত বিশ্বাস মাহি, রায়হান, ইয়াছমিন, হৃদয়, কাজী সাজ্জাদ আবিদ, শাহরিয়ার, আদিল প্রমুখ। সভায় বিজয়ের ৪৯তম বছর উদ্যাপন উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান, খাবারের আয়োজন করা হয়। প্রধান অতিথিরে বক্তব্যে ডা. মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, ভেদাভেদ ভুলে সমাজে সকলেই যদি সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায় তাহলে এই সমাজ আরও সুন্দর হবে এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। সুতরাং প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানো।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা