বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

মহাকবি নবীনচন্দ্র সেনের ১১১ তম মৃত্যুবার্ষিকী পালিত

  প্রকাশ : ২০২০-০১-২৩ ২১:০২:২৪  

পরিস্হিতি২৪ডটকম : আজ(২৩ জানুয়ারী ২০২০) বৃহস্পতিবার সকালে চট্টলগৌরব মহাকবি নবীনচন্দ্র সেনের ১১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের পক্ষ থেকে রাউজানস্থ মহাকবি নবীনচন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্সে কবির ভাষ্কর্যে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ সাফাত বিন সানাউল্লাহর সঞ্চালনায় এই সভায় বক্তব্য রাখেন কাজল দাশ, তাজল বড়ুয়া, প্রভাত বড়ুয়া, শুভ বড়ুয়া, নয়ন সেন, ঝন্টু বল্ল, যতীন সাহা, শচীন সাহা, নিয়ামত উল্লাহ, পারভেজ, কামাল উদ্দিন, তপু বড়ুয়া প্রমূখ। আলোচনা সভায় বক্তারা বলেছেন সাহিত্যে সংস্কৃতির বিকাশে ও বাংলা সাহিত্যের শ্রী বৃদ্ধি করণে এবং শিক্ষা বিস্তারে চট্টলগৌরব মহাকবি নবীনচন্দ্র সেনের অবদান অপরিসীম। নবীনচন্দ্র সেনের ইতিহাস ঐতিহ্য, সাহিত্য-সংস্কৃতি ও জীবন-কর্ম বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে তাঁর জন্ম ও মৃত্যু দিবস রাষ্ট্রীয়ভাবে পালনের আহ্বান করেন। নবীনচন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্সের গ্রন্থগারকে সরকারি উদ্যোগে পর্যাপ্ত পরিমান বই প্রদান করে একটি সমৃদ্ধ গবেষণাগার ও লাইব্রেরী হিসেবে বাস্তবায়নের দাবী জানান। উল্লেখ যে, রাউজানে তৎকালীন সময়ে আধুনিক সুবিধা সম্পন্ন মহাকবি নবীনচন্দ্র সেন স্মৃতি কমপ্লেক্সের উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ অক্টোবর ২০১৩ সালে। প্রান্তিক এলাকাতে কবির প্রতি রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় এতবড় ভবন, অডিটরিয়াম, রেষ্টহাউস, গ্যালারী, মুক্তমঞ্চ অসাধারণ একটি কর্ম। প্রাচীন মগদাই খালের পাশেই কবির স্মৃতি বিজড়িত জায়গায় আজ স্মৃতি কমপ্লেক্স। এই কমপ্লেক্সকে ঘিরেই বাংলা সাহিত্যের চর্চায় বর্তমান প্রজন্ম এগিয়ে আসবে। উল্লেখ যে, মহাকবি নবীনচন্দ্র সেন ১৮৪৭ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন এবং ১৯০৯ সালের ২৩ জানুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। বাংলা সাহিত্যের একজন উল্লেখযোগ্য অন্যতম কবি নবীনচন্দ্র সেন। বাংলাদেশ ও ভারতবাসীরা নবীনচন্দ্র সেনকে মহাকবি হিসেবে আখ্যায়িত করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা