বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভারতে দ্বিতীয় ‘মোদি যুগ’ শুরু হলো জমকালো শপথে

  প্রকাশ : ২০১৯-০৫-৩০ ২২:১৭:৪৬  

পরিস্হিতি২৪ডটকম : দ্বিতীয়বার ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদি। দিল্লির রাষ্ট্রপতি ভবনে শপথগ্রহণ উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত বাংলাদেশের রাষ্ট্রপতি মো: আব্দুল হামিদ ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। ছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীসহ একাধিক বিরোধী নেতাও।

সংক্ষিপ্ত শপথ বাক্যে ভারতের সংবিধানের প্রতি অনুগত থাকার শপথ নেন মোদি। বলেন, অক্ষুণ্ন রাখবেন ভারতের অখণ্ডতাও।

শপথ অনুষ্ঠানে শামিল হতে দুপুর থেকেই আসতে থাকেন বিজেপি সভাপতি অমিত শাহ-সহ এনডিএ শিবিরের নামজাদা নেতারা। উপস্থিত হন লালকৃষ্ণ আডবাণীও। কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও অভিনেতা রজনীকান্ত আসেন বিকেলেই।

আরও পড়ুনঃ নুসরাত হত্যা মামলা নারী-শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে

মোদির মন্ত্রিসভায় যোগ দিয়েছেন রাজনাথ সিং ও বিজেপি সভাপতি অমিত শাহসহ অর্ধশতাধিক। সম্ভবত অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন অমিত। তাঁর পরিবর্তে বিজেপির সভাপতি হতে পারেন জে পি নাড্ডা।

শপথ অনুষ্ঠানে দেশবিদেশের ৮ হাজার অতিথি যোগ দেন।



ফেইসবুকে আমরা