বাংলাদেশ, , শনিবার, ২০ এপ্রিল ২০২৪

ভারতে গ্যাস প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৭

  প্রকাশ : ২০১৯-০৯-০৩ ১৪:০১:১৬  

পরিস্হিতি২৪ডটকম : ভারতের মুম্বাইয়ে একটি গ্যাস ও তেল প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত হয়েছে। এছাড়া এতে দগ্ধ হয়েছেন আরও অনেকে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার সকালে মুম্বাইয়ের কাছে উরানে সরকারি তেল সংস্থা ও এনজিসির একটি তেল ও গ্যাস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এছাড়া এতে দগ্ধ হয়েছেন আরও অনেকে।

পুলিশ ওই প্ল্যান্টের চারপাশে ১ কিলোমিটার এলাকা সম্পূর্ণ ঘিরে রেখেছে। দেশটির দমকল কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে বলে খবরে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উরান প্লান্টে তেল এবং গ্যাস পাইপ লাইনে ভয়াবহ আগুন লাগে এবং মুহূর্তেই ওই আগুন আরও ভয়াবহ রূপ নেয়। খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল বাহিনী, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।
ওএনজিসি ভারতের বৃহত্তম অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস সংস্থা, যা দেশটির দেশীয় উৎপাদনে প্রায় ৭০ শতাংশ অবদান রাখে।



ফেইসবুকে আমরা