বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

ভারতীয় যুদ্ধবিমানের জ্বালানি ট্যাংক উড়ন্ত অবস্থায় খসে পড়লো

  প্রকাশ : ২০১৯-০৭-০২ ১৮:২৪:০৮  

পরিস্হিতি২৪ডটকম : উড়ন্ত অবস্থায় খসে পড়লো ভারতীয় বিমানবাহিনীর একটি যুদ্ধ বিমানের জ্বালানি ট্যাংক। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় বিমানবাহিনীর তেজস লাইট কমব্যাট এয়ারক্রাফট’র (এলসিএ) অতিরিক্ত জ্বালানি ট্যাংক উড়ন্ত অবস্থায় তামিল নাড়ুর কইম্বাতরে শহরের কাছে একটি ফাঁকা জায়গায় খসে পড়েছে। তবে যুদ্ধবিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছে বলে খবরে বলা হয়।

দেশটির বিমান বাহিনীর সূত্র জানায়, কেন ১২০০ লিটারের জ্বালানি ট্যাংক পড়ে গেল তার কারণ এখনো পরিষ্কার নয়। এ ঘটনার তদন্ত চলছে বলে সূত্রটি জানায়।

পিটিআই’র খবরে বলা হয়েছে, জ্বালানি ট্যাংক খসে পড়ার স্থলে আগুন ধরেছে। এছাড়া সেখানে তিন ফুট গভীর গর্তের সৃষ্টি হয়েছে।



ফেইসবুকে আমরা