বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

ব্রাজিলে পুলিশের গুলিতে ১৭ মাদক ব্যবসায়ী নিহত

  প্রকাশ : ২০১৯-১০-৩১ ২১:৩৯:২৫  

পরিস্হিতি২৪ডটকম : ব্রাজিলের আমাজনাস রাজ্যে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে সন্দেহভাজন মাদক ব্যবসায়ী দলের ১৭ সদস্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। খবর এএফপি’র।

পুলিশ জানিয়েছে, মাদক ব্যবসায়ীদের দলটি তাদের প্রতিদ্বন্দ্বীদের হত্যার প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। তাদেরকে গ্রেফতার করার উদ্দেশ্য থাকলেও এক পর্যায়ে তাদের সাথে পুলিশের বন্দুকযুদ্ধ শুরু হয়। এতে ১৭ জন গুলিবিদ্ধ হয়ে মারা যান।
ঘটনাস্থল থেকে ১৭টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনায় কোন পুলিশ সদস্য হতাহত হননি বলে নিশ্চিত করেছে পুলিশ।

ব্রাজিলের আমাজনাস রাজ্য মাদক চোরাচালানের জন্য ভৌগোলিক দিক থেকে খুব সুবিধাজনক। কারণ এর পাশেই রয়েছে কলম্বিয়া, পেরু, বলিভিয়ার মত দেশ যেখানে ব্রাজিল থেকে নিয়মিত মাদক চোরাচালান যায়। ফলে এখানে সংঘর্ষের ঘটনাও খুব নিয়মিত।



ফেইসবুকে আমরা