বাংলাদেশ, , মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪

বোয়ালখালীর কড়লডেঙ্গায় সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

  প্রকাশ : ২০২০-০২-২০ ১৮:০৩:৫৪  

পরিস্হিতি২৪ডটকম : বোয়ালখালীর দক্ষিণ কড়লডেঙ্গায় সুন্নী জনতার উদ্দ্যোগে এক বিশাল সুন্নী সম্মেলন গত ১৯ ফেব্রুয়ারী (বুধবার) রাতে দক্ষিণ কড়লডেঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।

আল্লামা মুহাম্মদ আবদুল গফুর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও বোয়ালখালী শাখার সভাপতি অধ্যক্ষ মুফতি আবদুর রহীন আলকাদেরী(ম.)। প্রধান বক্তা ছিলেন আহলে সুন্নাত ওয়াল জমা’য়াত বাংলাদেশের কেন্দ্রীয় মুখপাত্র এডভোকেট মোছাহেব উদ্দীন বখতেয়ার। প্রধান ওয়ায়েজিন ছিলেন মিশর আজহার বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি হযরতুল আল্লামা শায়েখ সৈয়দ মুহাম্মদ হাসান আল আজহারী। উদ্বোধক ছিলেন বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ মঞ্জুর তালুকদার। সুন্নী সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আল্লামা নুরুল ইসলাম রহিমী সঞ্চালনায় বক্তব্য রাখেন মাওলানা জয়নাল আবেদীন আলকাদেরী, ইসমাঈল কাদেরী, জামাল উদ্দীন কাদেরী, মহিউদ্দীন কাদরেী। সুন্নী সম্মেলনে আরো উপস্থিত ছিলেন মাওলানা জাহেদুল হক আলকাদেরী, নুরুল আলম নক্সবন্দী, নুরুন নবী, আহমদ রশিদ, মো. আখতার হোসেন তালুকদার, আতাউর রহমান তালুকদার, জাফর তালুকদার, ইলিয়াছ তালুকদার, কাজী মিজানুল কাদের, আমিনুল হক তালুকদার, মাহবুল হক তালুকদার প্রমূখ।

বক্তারা বলেন ‘অন্ধকারাচ্ছন্ন কলুষিত সমাজকে আলোর পথে, ভ্রান্ত পথ থেকে সঠিক পথে, সহজ-সুন্দর-সভ্যের পথে ফিরিয়ে আনার লক্ষ্যই মানবতার চিরন্তন মুক্তির দূত মহানবী হযরত মুহাম্মদ সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটেছিল ।

বক্তারা আরো বলেন, তাওহিদ রেসালত ও বেলায়তই হচ্ছে ইসলামের মূল নির্যাস। প্রিয় নবীর (দ.) প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন, আউলিয়ায়ে কেরামের পদাংক অনুসরণ এবং মজবুত ইমান আক্বিদাই হচ্ছে একজন মুসলিমের ঈমানদারিতার পূর্বশর্ত। আল্লাহ পাককে সবাই মানেন এবং স্বীকার করেন। কিন্তু শানে রেসালত ও বেলায়তই হচ্ছে ঈমানের ভূষণ। তা না মানলে ঈমানদার হওয়া যাবে না।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা