বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪

বৈলতলী হিলফুল ফুযুল পাঠাগারের শিক্ষা উপকরণ ও পুরস্কার বিতরণ

  প্রকাশ : ২০২০-০১-২১ ১৭:৪৭:১৮  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশের বৈলতলী হিলফুল ফুযুল পাঠাগার এর ১৪বছর পূর্তি উপলক্ষ্যে বৈলতলী কমিউনিটি সেন্টারে ১৮ জানুয়ারি’২০ শনিবার সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসুচী পালিত হয়। সকালে প্রথম অধিবেশনে কেরাত, হামদ, না’ত প্রতিযোগিতা সম্পন্ন হয়। বিকেলে দ্বিতীয় অধিবেশনে বিনামূল্যে শিক্ষাসামগ্রী কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। সর্বশেষে দোয়া মাহফিল সম্পন্ন হয়। মো. সেলিমুর রশীদ ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মো. খোরশেদুল আলম। বিশেষ অতিথি ছিলেন কাজী মামুনুর রশীদ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, মাওলানা আবুল কাশেম নুরী আদ-দায়েমী, মো. করিম উল্লাহ, মো. আব্দুস সবুর, মো. আব্দুর রশীদ, মাওলানা মো. আবু তৈয়ব, হাফেজ মুহাম্মদ ফারুক, মো. হাসান, মো. লোকমান, মো. শহিদুল্লাহ ও মো. সাইফুদ্দীন নূরী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন মো. এমাজ উদ্দীন চৌধুরী।
এ অনুষ্ঠানে প্রায় একশত জন গরীব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এছাড়াও এতে কেরাত, হামদ্, না’ত ও কুইজ প্রতিযোগিতার অর্ধশত কৃতী প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা