বাংলাদেশ, , শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

বেনাপোলে ভুয়া কাস্টমস কর্মকর্তা আটক

  প্রকাশ : ২০১৮-১২-১৮ ১২:৫০:১৪  

পরিস্হিতি২৪ডটকম : বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে ফোরকান (৫০) নামে এক ভুয়া কাস্টমস কর্মকর্তা পরিচয়দানকারীকে আটক করেছে বিজিবি। আটক ফোরকান ঢাকার লালবাগ এলাকার জিসানের ছেলে।

যশোর ৪৯ বিজিবির আমড়া খালী চেকপোস্টের দায়িত্বরত হাবিলদার সফিকুর রহমান জানান, সোমবার ভারত থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি পরিবহন আমড়া খালী চেকপোস্টে চেকিং করা হয়।

এ সময় বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রী ফুরকানের কাছে তার পরিচয় জানতে চাইলে তিনি প্রথমে কাস্টমস কর্মকর্তা বলে পরিচয় দেন। বলেন, ‘আমি চট্টগ্রাম কাস্টমসে কর্মরত আছি। এ সময় তার কাছে একটি ভুয়া কার্ডও পাওয়া যায়। কার্ডটি চট্টগ্রাম কাস্টমস থেকে ইস্যুকৃত। পরে তার গতিবিধি সন্দেহ হলে যাচাই-বাচাই করে নিশ্চিত হয় আটক পরিচয়দানকারী ব্যক্তি ভুয়া।

এ সময় তার ব্যাগেজ তল্লাশি করে মোবাইল, চাদর এবং থ্রি-পিস জব্দ করা হয়। আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে যশোর আদালতে পাঠানো হয়।



ফেইসবুকে আমরা