বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪

বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঙ্গীত শিল্পী বাবুল আচার্য্যের মৃত্যুতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর শোক প্রকাশ

  প্রকাশ : ২০১৯-০৮-২৬ ২১:০৮:৫২  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম শাকপুরা গ্রামের নিজ বাড়িতে ২৫/০৮/১৯ ইং রাত ১১টা ২০ মিনিটে পৃথিবীর সকল মায়া ত্যাগ করে , সাবেক ইউ পি সদস্য বাংলাদেশ টেলিভিশনের বিশিষ্ট গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বাবুল আচার্য্য পরলোক গমন করেছেন।
তাঁর মৃত্যুতে লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, প্রতিষ্ঠাতা ও পরিচালক শ্রী বিপ্লব জলদাস, সভাপতি উত্তমকুমার বড়ুয়া গভীর শোক প্রকাশ করেছেন।
আজ সোমবার সকালে এক শোকবার্তায় বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর নেত্রীবৃন্দ দেশের সাংস্কৃতিক অঙ্গনে এই প্রখ্যাত শিল্পীর অবদানের কথা উল্লেখ করে বলেন,এই শিল্পী তাঁর কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবেন। পরে তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি রেখে জান স্ত্রী, এক ছেলে এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী। ৫ ভাই ১ বোনের মধ্যে সকলের বড় ছিলেন বাবুল আচার্য্য।

বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা