বাংলাদেশ, , মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪

বিপ্লবী কল্পনা দত্তের ২৫তম মৃত্যুবার্ষিকীতে বক্তারা : কল্পনা দত্তের জীবন কর্ম প্রজন্মের কাছে তুলে ধরতে পারলে জাতি বিপদগামী হবে না কখনো

  প্রকাশ : ২০২০-০২-০৯ ১৯:০৭:০৮  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের উদ্যোগে চট্টগ্রামের ইতিহাসে স্মরণীয় ও বরণীয় বিল্পবী কল্পনা দত্তের ২৫তম প্রয়ান বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ৮ ফেব্রুয়ারি ২০২০ দুপুরে চট্টগ্রাম শহীদ মিনার সংলগ্ন অডিটরিয়ামে চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে বিপ্লবী কল্পনা দত্তের আত্মার শান্তি কামনা করে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিমুল কান্তি দে, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, জাবেদ পারভেজ, অধ্যাপক দিদারুল আলম, অমর কান্তি দত্ত, হ্যাপি বড়ুয়া, ডা. অঞ্জন দেবনাথ, মুরিদুল আলম, টুম্পা দে, পাভেল প্রমূখ।
সভায় বক্তারা বলেছেন ভারতীয় উপ-মহাদেশে স্বাধীনতা সংগ্রামে বিপ্লবী কল্পনা দত্তের অবদান অপরিসীম। মাস্টারদা সূর্যসেন, প্রীতিলতা ওয়াদ্দাদার, বিপ্লবী কল্পনা দত্তের জীবন কর্ম বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে পারলেই প্রজন্মের সন্তানেরা কোন দিন বিপদগামী হবে না। বক্তারা আরো বলেন, দেশের জন্য জীবন উৎসর্গকৃত স্মরণীয় ও বরণীয় ব্যক্তিদের জীবন কর্ম চর্চার মাধ্যমে বর্তমান প্রজন্ম দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে। সভাশেষে দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে উত্তীর্ণ তিনজন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা